ভক্তরা তার প্রিয় তারকাকে সামনে পেলেই ছবি তুলবে বা অটোগ্রাফ নিবে খুব স্বাভাবিক এটা। তবে প্রিয় তারকার সিনেমা দেখে স্বর্ণের ব্রেসলেট উপহার দেয়া এই প্রথম বারের মতো ঘটে গেল নায়িকা বিদ্যা সিনহা মীমের জীবনে। উপহার পেয়ে বেশ উচ্ছ্বসিত এই নায়িকা।
গতকাল শুক্রবার(২২ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার সিনেমা 'অন্তর্জাল'। এদিন সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ প্রদর্শনী হয়। সিনেমায় মুগ্ধ হয়ে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীমকে স্বর্ণের ব্রেসলেট উপহার দিয়েছেন একজন দর্শক। যা নায়িকা নিজেই জানান বিশেষ আয়োজনে।
তাঁর ভাষ্য, 'ছবিটি নিয়ে সকাল থেকে বেশ ভালো রেসপন্স পাচ্ছি। যারাই ছবিটি দেখেছেন; তারাই টেক্সট করছেন, ফোন দিচ্ছেন, ভালো লাগার কথা বলছেন। দর্শকদের মুখ থেকে এমনটি শুনে দারুণ লাগবে। কিছুক্ষণ আগে একজন দর্শক ছবিটা দেখে, তিনি তাঁর হাতের এই গোল্ডের ব্রেসলেটটি আমাকে উপহার দিয়েছেন। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।'
এদিকে, বিশেষ এই প্রদর্শনীতে 'অন্তর্জাল' দেখতে আসেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এই সিনেমার সঙ্গে তিনি এবং তাঁর দফতরও জড়িত।
সিনেমাটি গতকাল নিয়ে ৭ বার দেখেছেন বলে জানালেন জুনাইদ আহমেদ পলক। বললেন, 'এটা একটা ভিন্ন ধরনের চলচ্চিত্র, আমাদের নতুন প্রজন্মের জন্য নতুন ধরনের একটা সিনেমা আমরা উপহার দিতে যাচ্ছি। আমাদের যারা তরুণ আর্টিস্টরা একসাথে টিমওয়ার্ক করেছে, পাশাপাশি আমাদের দীপংকর দীপন খুব চমৎকার কাজ করেছেন। দর্শকরা সিনেমাটি খুবই উপভোগ করবে।'
নির্মাতা দীপংকর দীপন বলেন, 'দেশে প্রথমদিন সব জায়গায় হাউজফুল গেছে। বিদেশ থেকেও রেসপন্স খুব ভালো। ইনফ্যাক্ট দেশের চেয়ে দেশের বাইরে রেসপন্স ভালো। কারণ আমাদের ছবিটার যে স্ট্যান্ডার্ড সেট হয়েছে, সেটা বাংলাদেশের ছবিকে টেকনিক্যাল দিক থেকে অন্য জায়গায় নিয়ে গেছে।'
প্রসঙ্গত, আমেরিকা ও কানাডার ১৫০ থিয়েটারে এবং দেশের ৩৪টি হলে মুক্তি পেয়েছে সাইবার থ্রিলার ‘অন্তর্জাল’। বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এ সিনেমার প্রযোজনা করেছে মোশন পিপল স্টুডিও। নির্মাতা দীপংকর দীপনের পরিচালনায় এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামাল, মাশরুর ইনান, রওনক হাসান, মোহাম্মদ বারী প্রমু