এইমাত্র
  • স্বাধীনতার ৫৪ বছরেও ‘মুক্তিযোদ্ধা’ স্বীকৃতি পাননি ওয়াজ উদ্দিন তালুকদার
  • জবিতে সফলভাবে ই-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • ফের চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে গণ বিশ্ববিদ্যালয়
  • ইসলামী আন্দোলনে যোগ দিলেন বকশীগঞ্জ বিএনপির সাবেক সভাপতি
  • হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন মাসুদের ব্যাংক হিসাব জব্দ
  • হাদির ওপর হামলার প্রতিবাদে মোংলায় এনসিপির বিক্ষোভ
  • হবিগঞ্জ সীমান্তে বিজিবির সতর্কতা জারি
  • তারাগঞ্জে নির্বাচনী আচরণবিধি কার্যকরে অভিযান
  • হাদির ওপর হত্যাচেষ্টা দেশকে মেধাহীন করার ষড়যন্ত্র: আসিফ মাহমুদ
  • হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    আমার বেঁচে থাকা পরিবারের ক্ষতি, তাই জীবন উৎসর্গ করে দিলাম

    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১১:০৭ পিএম
    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১১:০৭ পিএম

    আমার বেঁচে থাকা পরিবারের ক্ষতি, তাই জীবন উৎসর্গ করে দিলাম

    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১১:০৭ পিএম

    রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের মৃত হীরণ ভট্টাচার্য্যের ছেলে স্বরূপ ভট্টাচার্য্য (২৫)। বৃহস্পতিবার তার ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দিয়ে নিখোঁজ হন।

    যেখানে তিনি লিখেছেন, ‘আমার মতো কুলাঙ্গার ছেলে যেন কোনো মায়ের পেটে না হয়। আমার মতো ছেলে বেঁচে থাকা মানে দেশের ক্ষতি, সমাজের ক্ষতি, পরিবারের ক্ষতি। তাই নিজের জীবন উৎসর্গ করে দিলাম রেলপথে। ভাল থেকো মা, ভাই-বোন। সবাই আমাকে ক্ষমা করে দাও’। এর পরপরই স্বজনরা তার সন্ধানে অনেক খোঁজাখুঁজি শুরু করেন।

    তবে মোবাইলটি বন্ধ পাওয়ায় তাকে খুঁজে পেতে ব্যর্থ হন তারা। রাতে চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় রেললাইনে কাটা পড়ার খবর পান পরিবার।

    জানা যায়, বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত আনুমানিক ১০টায় সাতকানিয়া উপজেলার কক্সবাজার-চট্টগ্রাম রেল সড়কের নয়াখালের মুখ এলাকায় ওই যুবক ট্রেনে কাটা পড়ে মারা যায়। ট্রেনটি রাত ৮টার সময় কক্সবাজার থেকে চট্টগ্রামে আসার সময় ট্রেনে কাটা পড়ছে বলে এলাকাবাসী ধারণা করছেন।

    ঘটনাটি বৃহস্পতিবার রাতে ঘটলেও এলাকায় বিষয়টি জানাজানি হয় শুক্রবারে। নিহত স্বরূপ ভট্টাচার্য আনোয়ারা থানায় টিএমএসএস এ চাকরি করতেন।

    স্বরূপের কাকা জ্যোতিময় ভট্টাচার্য্য বলেন, ‘আমার ভাইপো স্বরূপ খুব ভালো ছেলে ছিল। পরিবারের আদরের ছেলে ছিল সে। গতরাতে সাতকানিয়া থেকে একজন ফোন করে জানায় যে, ভাইপো স্বরূপের মরদেহ রেললাইনে কাটা অবস্থায় পাওয়া গেছে। এর সঠিক তদন্ত হওয়া প্রয়োজন।’

    চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশ পরিদর্শক (নিঃ) এসএম শহীদুল ইসলাম বলেন, সাতকানিয়ায় ট্রেনে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…