পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) অনুষ্ঠিত গুচ্ছ ভর্তি পরীক্ষায় লিফট আটকে যাওয়ায় চরম বিড়ম্বনায় পড়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
আজ শুক্রবার (২ মে) দুপুরে গুচ্ছ বি ইউনিট তথা মানবিক ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে পাবিপ্রবির একাডেমিক ভবন-২ এ এ ঘটনা ঘটে।
সরেজমিনে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ১২তলা বিশিষ্ট ভবনের লিফটে করে কয়েকজন শিক্ষার্থী উপরে উঠছিলেন। হঠাৎ মাঝপথে লিফটটি আটকে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী, টেকনিশিয়ান এবং উপস্থিত শিক্ষকরা তাৎক্ষণিকভাবে উদ্যোগ নিয়ে লিফটের দরজা খুলে বেঞ্চের সাহায্যে শিক্ষার্থীদের নিচে নামিয়ে আনেন।
ভুক্তভোগী এক নারী শিক্ষার্থী জানান, "পরীক্ষার হলে পৌঁছানোর তাড়া ছিল, কিন্তু হঠাৎ করে লিফট বন্ধ হয়ে যাওয়ায় আমরা আতঙ্কে পড়ে যাই। যেহেতু এটাই আমার জন্য নতুন পরিস্থিতি তাই অনেকটা ভয় পেয়ে যাই। এখন পায়ে হেটে ১২তলায় ওঠাও একটা কষ্টসাধ্য ব্যাপার। এডমিশন পরীক্ষার আগ মুহুর্তে এরকম বিড়ম্বনার নিন্দা জানাই।"
এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেয়। অনেকে ভবনের লিফট ব্যবস্থাপনা এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন।
বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলি রিপন আলীর সঙ্গে কথা বললে তিনি জানান, "ঘটনাটি অনাকাঙ্ক্ষিত,মূলত এক কর্মচারী লিফট দিয়ে পানি নেওয়ার সময় কিছু পানি লিফটের সেন্সরে পানি পড়ে যায় এবং সেন্সর সাময়িক অকেজো হয়ে কার্যক্রম বন্ধ করে দেয়। আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের নিরাপদে নামিয়ে এনেছি। ভবিষ্যতে যেন এমন না ঘটে, সে ব্যাপারে লিফট রক্ষণাবেক্ষণ আরও জোরদার করা হবে।"
উল্লেখ্য, পাবিপ্রবি গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্রে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে এখানে এসেছেন। তবে এমন লিফট বিড়ম্বনায় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
এইচএ