চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনের চকরিয়ায় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে নুরুল আলম মুন্সি (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের পুচ্ছলিয়া পাড়া রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল আলম মুন্সি উপজেলার কোনাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মরনঘোনা এলাকার বাসিন্দা ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে বিএমচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঈসমাইল হোসেন মানিক বলেন, স্থানীয়দের সহায়তায় পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরিচয় শনাক্তের পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এনআই