সিরাজগঞ্জের শাহজাদপুরে করতোয়া নদীর তীরের বালুচর থেকে ইমদাদুল হক মিলন (৩৮) নামের এক তাঁত কাপড় ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
ইমদাদুল হক মিলন উপজেলার গারাদহ ইউনিয়নের মাকড়কোলা গ্রামের মোঃ আয়নাল সরকার লেদুর ছেলে, তিনি ৩ সন্তানের জনক।
জানা যায়, শনিবার (১৫ নভেম্বর) ভোরে উপজেলার গারাদহ ইউনিয়নের তালগাছি করতোয়া ডিগ্রি কলেজের সামনে অবস্থিত করতোয়া নদীতে স্থানীয়রা যাওয়ার সময় একটি অজ্ঞাত লাশ দেখতে পায়।
পরে খবর পেয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম আলীর নেতৃত্বে পুলিশের একটি দল সকাল ৯টায় ঘটনাস্থলে উপস্থিত হয়। সুরতহাল শেষে লাশ উদ্ধার করে শাহজাদপুর থানায় নিয়ে আসা হয়।পরে থানায় উপস্থিত হয়ে কাপড় ব্যবসায়ী ইমদাদুল হক মিলনের স্ত্রী রিমা খাতুন লাশটি তার স্বামীর বলে সনাক্ত করেন।
নিহতের স্ত্রী রিমা খাতুন সাংবাদিকদের বলেন, ‘ঋণের চাপে আমার স্বামী সোমবার থেকে নিখোঁজ ছিল। গতকাল শুক্রবার রাত আনুমানিক দশটায় সে ফোন করে জানায় যে বিষপান করে ছটফট করছে। এ সময় সে কোথায় আছে না জানিয়ে কল কেটে ফোন বন্ধ করে দেয়। আজ সকালে জানতে পারি যে আমার স্বামীর লাশ করতোয়া ডিগ্রি কলেজের সামনের বালুচরে পাওয়া গেছে।
এই বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম আলী বলেন, ‘উপজেলার তালগাছি এলাকায় অজ্ঞাত লাশ পাওয়ার খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে আমি নিজেই ঘটনাস্থলে উপস্থিত হই। পরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। নিহতের স্ত্রী জানিয়েছেন যে ঋণের চাপে সে বিষ পান করে আত্মহত্যা করেছে। এই বিষয়ে থানায় একটি মামলা দায়েরর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ যানা যাবে।’
ইখা