এইমাত্র
  • কিছুটা ‍কমেছে সবজির দাম, চড়া তেল-পেঁয়াজ
  • মুক্ত হয় উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা
  • ঝিনাইদহে নসিমন চালককে কুপিয়ে হত্যা
  • দেশে তীব্র শৈত্যপ্রবাহের আভাস
  • যশোরে পোষা কুকুর-বিড়ালে আক্রান্ত বাড়ছে, টিকা সংকট
  • সব ঠিক থাকলে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে রোববার
  • নওগাঁয় মাদকসহ ১ জন গ্রেপ্তার
  • বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ-বিক্ষোভ-সড়ক অবরোধ
  • নোয়াখালী প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • ঢাকার পথে ডা. জুবাইদা রহমান
  • আজ শুক্রবার, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ | ৫ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    ইসরায়েলিদের রেকর্ড আর গোনায় ধরছে না গিনেস

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ পিএম

    ইসরায়েলিদের রেকর্ড আর গোনায় ধরছে না গিনেস

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ পিএম

    ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড থেকে কোনো নতুন করে কোনো বিশ্ব রেকর্ডের আবেদন গ্রহণ করছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। সম্প্রতি ইসরায়েলি এনজিও ‘মাতনাত চাইম’ জানায় যে, তাদের একটি রেকর্ডের আবেদন প্রত্যাখ্যান করেছে গিনেস। এরপরই নতুন নীতির বিষয়টি নিশ্চিত করেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের একজন মুখপাত্র। খবর দ্য জুইশ ক্রনিকলের।

    ‘মাতনাত চাইম’ জানায়, তারা আগামী মাসে অনুষ্ঠিতব্য একটি অনুষ্ঠানের বিষয়ে গিনেস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিল। ওই অনুষ্ঠানে ২ হাজার ইসরায়েলি কিডনি দাতাকে একত্রিত করা হবে। এই সমাবেশকে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন আয়োজকরা।

    তবে গিনেস প্রায় দুই মাস আগে তাদের জানিয়ে দেয়, ইসরায়েল বা ফিলিস্তিনি ভূখণ্ড থেকে সংস্থাটি এখন কোনো রেকর্ড আবেদন গ্রহণ করছে না। মাতনাত জানায়, অক্টোবরে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এ নিয়ে দুইবার আবেদন করলেও সাড়া মেলেনি গিনেসের।

    গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর একজন মুখপাত্র জুইশ ক্রনিকলকে বলেন, আমরা জানি এই বিষয়টি কতটা সংবেদনশীল। কিন্তু দুঃখজনকভাবে বর্তমান পরিস্থিতিতে আমরা সাধারণত ইসরায়েল বা ফিলিস্তিনি ভূখণ্ড থেকে রেকর্ড আবেদন প্রক্রিয়াকরণ করছি না। এমনকি যেখানে রেকর্ড গড়ার স্থান হিসেবে এ দুটি অঞ্চল উল্লেখ রয়েছে, সেগুলোও নয়। শুধু জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থার সঙ্গে যৌথভাবে করা প্রচেষ্টা ব্যতিক্রম।

    ২০২৩ সালের নভেম্বর থেকে এই নীতি কার্যকর করা হয়েছে জানিয়ে ওই মুখপাত্র যোগ করেন, তবে আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং প্রত্যেক মাসেই এই নীতি পর্যালোচনা করা হয়। খুব শিগগিরই আমরা নতুন আবেদন গ্রহণ করতে পারব বলে আশা করছি।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…