এইমাত্র
  • আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল
  • চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
  • নাগরিকদের চীন ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ভারতের
  • বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং
  • ফেইসবুক পোস্টে কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
  • জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের
  • নারায়নগঞ্জে শালীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুলাভাই গ্রেফতার
  • রংপুরে নিহত মুক্তিযোদ্ধা দম্পতির শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    ১২ ডিসেম্বর পর্যন্ত সব মেডিকেল কোচিং সেন্টার বন্ধ

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ০১:৪২ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ০১:৪২ পিএম

    ১২ ডিসেম্বর পর্যন্ত সব মেডিকেল কোচিং সেন্টার বন্ধ

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ০১:৪২ পিএম
    ছবি: সংগৃহীত

    ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা সামনে রেখে দেশের সব মেডিকেল কোচিং সেন্টার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ভর্তি সংক্রান্ত কমিটি। সিদ্ধান্ত অনুযায়ী, ১ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত অনলাইন-অফলাইন কোনও ধরনের কোচিং কার্যক্রম চালু রাখা যাবে না।

    আজ সোমবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন এসব তথ্য জানান।

    তিনি বলেন, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে পুরো সময়জুড়ে স্থানীয় প্রশাসনকে নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

    এর আগে সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ভর্তি সংক্রান্ত কমিটির সমন্বয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

    অধিদপ্তর জানিয়েছে, আগামী ১২ ডিসেম্বর সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা। গত শিক্ষাবর্ষে এমবিবিএস পরীক্ষা হয়েছিল ১৭ জানুয়ারি এবং বিডিএস ২৮ ফেব্রুয়ারি। তার তুলনায় এবার পরীক্ষা মাসাধিককাল এগিয়ে আনা হয়েছে, ফলে প্রস্তুতির সময়ও কমেছে উল্লেখযোগ্যভাবে।

    এদিকে ভর্তি পরীক্ষার আগে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের আসনসংখ্যায় বড় পরিবর্তন এনেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। পূর্বে সরকারি ৩৭ মেডিকেলে আসন ছিল ৫ হাজার ৩৮০টি। নতুন সমন্বয়ের ফলে ১৪ মেডিকেলে কমেছে ৩৫৫ আসন, আর ৩ মেডিকেলে বাড়ানো হয়েছে ৭৫টি। সব মিলিয়ে সরকারি খাতে ২৮০টি আসন কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১০০।

    বেসরকারি ৬৬ মেডিকেলে কমানো হয়েছে আরও ২৯২ আসন। ফলে বেসরকারি মেডিকেলের আসনসংখ্যা নেমে এসেছে ৬ হাজার ১টিতে।

    ভর্তি পরীক্ষার সময় এগিয়ে আনা এবং আসনসংখ্যার এ পরিবর্তনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে চাপ বাড়লেও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতেই ধারাবাহিকভাবে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…