এইমাত্র
  • এই দিনে হানাদার মুক্ত হয়েছিল রামগড়
  • তামিমকে অধিনায়ক করে বাংলাদেশের দল ঘোষণা
  • চুয়াডাঙ্গায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
  • মালয়েশিয়ায় কিশোরীকে ‘ধর্ষণের’ অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেফতার
  • লালমনিরহাটে স্বেচ্ছাশ্রমে যুবদলের সেতু নির্মাণ
  • বেগম রোকেয়া পদক পাচ্ছেন ঋতুপর্ণা চাকমা
  • ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করতে গেলেন সৌদি প্রবাসী
  • আমতলীতে ভিক্ষুকদের আর্থিক অনুদান ও সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান
  • "লেভেল প্লেয়িং ফিল্ড" নষ্ট করছে বিএনপির ছোট একটি অংশ: ব্যারিস্টার ফুয়াদ
  • নিয়ম ভাঙায় ভারতকে শাস্তি দিল আইসিসি
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    লালমনিরহাটে স্বেচ্ছাশ্রমে যুবদলের সেতু নির্মাণ

    কাওছার মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫১ পিএম
    কাওছার মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫১ পিএম

    লালমনিরহাটে স্বেচ্ছাশ্রমে যুবদলের সেতু নির্মাণ

    কাওছার মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫১ পিএম

    লালমনিরহাটের আদিতমারি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ঝাড়িরঝাড় রত্নাই নদীর দুই গ্রামের মানুষের দুর্দশা লাঘবে স্বেচ্ছাশ্রমে সেতু নির্মাণ করেছে জেলা যুবদল।

    সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে ভেলাবাড়ি ইউনিয়নে ঝাড়িরঝাড় নাম এলাকায় দুই গ্রামের যাতায়াতে রতনাই নদীর উপরে নির্মিত এ সেতুর উদ্বোধন করা হয়। রংপুর বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এ সেতুর উদ্বোধন করেন।

    অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, ‘ফ্যাসিবাদী শাষণের কারণে মানুষের দুঃখ-দুর্দশার প্রতি কোন আন্তরিকতা ছিলনা আওয়ামী লীগের। ৫ আগষ্টের পর থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ পাচ্ছি। যুবদল বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করছে এতে জনদূর্ভোগ কমছে মানুষের ‘

    এলাকাবাসী জানান, আবাদের জন্য সারের বস্তা কিংবা উৎপাদিত ফসল হাটবাজার নিয়ে যাওয়া কষ্টসাধ্য। একটা সেতু না থাকায় এসব ভোগান্তির সীমা ছিল না। তাছাড়া বর্ষাকালে চরম ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের স্কুলে যেতে হতো।

    জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান ভিপি আনিছ বলেন, ‘স্থানীয়দের দুঃখ দুর্দশার কথা ভেবে জেলার বিভিন্ন ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে ভাসমান এ সেতু নির্মাণ করছি ইতিমধ্যে আমরা তিনটি সেতু নির্মাণ কাজ শেষ করেছি এবং আরো চারটি সেতুর করার পরিকল্পনা রয়েছে ।’

    জেলা যুবদলের সদস্য সচিব হাসান আলী বলেন, ‘পাশ্ববর্তী তিস্তা নদীর পানির সঙ্গে সম্পৃক্ত থাকায় সতি নদীর পানিও ওঠা নামা করে। তাই বাঁশ বা কাঁঠের সেতু নির্মাণসহ বিভিন্ন স্বেচ্ছাশ্রম কাজ করে যাচ্ছে জেলা যুবদল।

    এই ধরনের কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

    এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল, কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের সহ ভেলা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীগণ।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…