মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফর উদ্দিন (৪৫) নামের এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (০৮ ডিসেম্বর ) বেলা ২টা ২০ মিনিটের দিকে গুয়াগাছিয়া ইউনিয়নের গুয়াগাছিয়া এলাকার জনৈক শাহ আলমের কৃষি জমিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফর উদ্দিন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার পাড়ারামপুর ইউনিয়নের ভাতখাওয়া গ্রামের মৃত তসলিম উদ্দিনের ছেলে।
জানা যায়, মাঠের পানির মটরের সুইচ অন করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎ শর্ট লেগে গুরুতর আহত হন তিনি। পরে ঘটনাস্থলে উপস্থিত তার সঙ্গী জসিম উদ্দিনসহ অন্যান্য শ্রমিকরা দ্রুত তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গজারিয়া থানার ওসি তদন্ত মোঃ সাব্বির জানান, পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরডি