স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে সংঘাত বন্ধে কম্বিং অপারেশন করা হবে।’ বুধবার (১০ ডিসেম্বর) সকালে নরসিংদী পুলিশ লাইন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, ‘নরসিংদীর রায়পুরা উপজেলা সবচেয়ে বড় সমস্যা। এখানে সন্ত্রাসীর আড্ডা অনেক বেশি, অনেক হাতিয়ারও আছে। যত তাড়াতাড়ি সম্ভব কম্বিং অপারেশন করে সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’
তিনি বলেন, “শুধু অভিযান নয়—এলাকায় দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নাগরিকদের স্বস্তি ফিরিয়ে আনতে সরকার কঠোর অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো শক্তিশালী করা, স্থানীয় প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়াসহ বিভিন্ন দিক থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
এ সময় তিনি পুলিশ লাইনে বৃক্ষরোপণ করে পুলিশ লাইন হাসপাতাল, রেশন স্টোর, পুলিশের রান্না ঘর, খাবার মান, খেলার মাঠ, পুকুর ও পুলিশের প্রশিক্ষণসহ বিভিন্ন স্থান পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন।
ইখা