এইমাত্র
  • ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মোস্তাফিজ
  • টরন্টোতে প্রদর্শিত হলো মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘সাবিত্রী’
  • মুসলিম নারীর নিকাব টেনে খুলে ফেলায় সমালোচনার মুখে বিহারের মুখ্যমন্ত্রী
  • ‘নিরাপত্তা’র কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী
  • রেকর্ড দামে কলকাতায় ক্যামেরন গ্রিন
  • মহান মুক্তিযুদ্ধের নায়ক থেকে রূপালি পর্দায়
  • ‘ফিফা দ্য বেস্ট’ ঘোষণা আজ, যারা আছেন আলোচনায়
  • মেট্রোরেল চলাচল স্বাভাবিক
  • দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন অজুর্না রানাতুঙ্গা
  • লন্ডনে তারেক রহমানের শেষ কর্মসূচি আজ
  • আজ মঙ্গলবার, ২ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ভোলায় ফের বিএনপি-জামায়াত ও ইসলামী আন্দোলনের সংঘর্ষ, আহত ২০

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪১ পিএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪১ পিএম

    ভোলায় ফের বিএনপি-জামায়াত ও ইসলামী আন্দোলনের সংঘর্ষ, আহত ২০

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪১ পিএম

    ভোলার দৌলতখানে বিজয় দিবসের অনুষ্ঠানে বসার স্থানকে কেন্দ্র করে ফের বিএনপি-জামায়েত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে হামলা, ভাংচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১৫ থেকে ২০ আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

    সোমবার (১৬ ডিসেম্বর) সকালে দৌলতখান স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

    আহতদের মধ্য জামায়াতে ইসলামীর ১ জন, ইসলামী আন্দোলনের ১ জন এবং বিএনপির ১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন।

    উপজেলা জামায়াতে ইসলামীর তারবিয়াত সেক্রেটারি মো. জামাল উদ্দিন অভিযোগ করে বলেন, সকালে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে স্টেডিয়ামে যান জামায়েত ইসলামীর উপজেলা আমিরসহ নেতাকর্মীরা। সেখানে তাদের জন্য রাখা নির্দিষ্ট বসার স্থানে বসতে গেলে বিএনপির বেশ কিছু নেতাকর্মী গিয়ে 'রাজাকার' 'রাজাকার' বলে স্লোগান দেন এবং চেয়ার ভাংচুর করে তাদের উপর অতর্কিত হামলা করেন। এতে তাদের ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

    ইসলামী যুব আন্দোলনের নেতা মো. বিল্লাল হোসেন জানান, চেয়ার মারামারি ও ভাংচুরের ভিডিও করতে গেলে বিএনপির ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাকে মারধর করেন এবং মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

    এ বিষয়ে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিনিয়র সহ-সভাপতি মো. ফারুক হোসেন জানান, বসাকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে তাদের ৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্য একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

    তিনি আরও জানান, এটি একটি তুচ্ছ ঘটনা। জামায়েত আমিরের সঙে তার কথা হয়েছে বিকেলে বসে এ বিষয়ে তারা নিজেরা সমাধান করবেন।

    দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সিকদার সময়ের কন্ঠস্বরকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কোন পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…