গোলাপগঞ্জে কুখ্যাত ডাকাত সেলিম (৪০)কে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার পৌরসভার টিকরবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সেলিম উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামের মৃত আব্দুল মোছাব্বিরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতাকৃত সেলিমের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত মামলাও রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক আবু সাঈদ।
এসআর