দিনাজপুরের ফুলবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে সুকান্ত সরকার (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোরে তার নিজস্ব মালিকানাধীন ‘শুভ ব্রিকস’ ইট ভাটায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ফুলবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃত সুকান্ত সরকার উপজেলার আলাদিপুর ইউনিয়নের গিরিধরপুর গ্রামের মৃত গোপেশ্বর সরকারের ছেলে। তিনি আলাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং গত ইউপি নির্বাচনে দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
ফুলবাড়ী থানা সূত্রে জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিএনপি’র বিক্ষোভ মিছিলে ককটেল হামলার ঘটনায় দায়েরকৃত একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
ওই হামলায় জেলা ও উপজেলা বিএনপি’র শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতা আহত হয়েছিলেন। এই ঘটনায় গত ৬ ফেব্রুয়ারি পৌর যুবদলের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়।ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ শাহ জানান, ‘ডেভিলহান্ট-২’ এর অংশ হিসেবে রাতভর পরিচালিত বিশেষ অভিযানে সুকান্ত সরকারকে গ্রেফতার করা হয়েছে।
মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে আসামী হিসেবে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এলাকায় অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এনআই