ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর চরে আটকে যাওয়া একটি লঞ্চের প্রায় ১শ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে দৌলতদিয়া নৌ ফাঁড়ির পুলিশ। এ ঘটনায় কোনো যাত্রী আহত বা কারও কোন ক্ষয়ক্ষতি হয়নি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটে দৌলতদিয়া লঞ্চঘাট থেকে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশে ‘এমএল মিজানুর’ নামের একটি লঞ্চ শতাধিক যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। পথিমধ্যে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের বিপরীত পাশে কলবাগান নামক এলাকার পদ্মা নদীর চরে লঞ্চটি আটকে যায়।
পরে রাত ৮টা ১৫ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে দৌলতদিয়া নৌ পুলিশের এসআই মেহেদী হাসান অপূর্ব পুলিশ ফোর্সসহ ও স্থানীয় লোকজন একটি ট্রলার নিয়ে উদ্ধারে অংশ নেয়। কুয়াশার মধ্যে কৃত্রিম আলোর সহযোগিতায় রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটে লঞ্চটির কাছে পৌঁছে যাত্রীদের ট্রলারযোগে নিরাপদে উদ্ধার করে দৌলতদিয়া বাসস্ট্যান্ডে পৌঁছে দেওয়া হয়।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, “যাত্রীদের নিরাপত্তার স্বার্থে দৌলতদিয়া নৌ পুলিশ প্রকাশ্যে মাইকিং করে সতর্কতা জারি করেছে। ফেরিঘাট এলাকায় নিরাপত্তামূলক ডিউটিতে পুলিশ নিয়োজিত আছে।”
ইখা