এইমাত্র
  • চাঁদপুরে প্রার্থীদের মনোনয়নপত্র জমা
  • মুন্সিগঞ্জে ফার্মেসিকে জরিমানা
  • চল্লিশে এসেও রোনালদোর ৪০
  • আট রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হচ্ছে এলডিপি-এবি পার্টি-এনসিপি
  • প্রথমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমান
  • নৌকাডুবিতে ভ্যালেন্সিয়ার কোচের মৃত্যু
  • এনসিপির আদর্শের সঙ্গে জামায়াতের জোট যায় না: নজরুল ইসলাম
  • কুরআন-সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি: মির্জা ফখরুল
  • দেশকে সংকটমুক্ত রাখতে বিএনপিকেই ক্ষমতায় আনতে হবে: ভিপি নুর
  • মাঝপথেই বিপিএল ছেড়ে দেশে ফিরবেন পাকিস্তানি ক্রিকেটাররা
  • আজ রবিবার, ১৪ পৌষ, ১৪৩২ | ২৮ ডিসেম্বর, ২০২৫
    রাজনীতি

    সব পদ থেকে পদত্যাগ করলেন জাপার মহাসচিব

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০১:১৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০১:১৬ পিএম

    সব পদ থেকে পদত্যাগ করলেন জাপার মহাসচিব

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০১:১৬ পিএম

    জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব আহসান হাবীব লিংকন দলটির সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন বলে জানিয়েছেন।

    শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আহসান হাবীব লিংকন এসব তথ্য জানান। আজ রবিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

    আহসান হাবীব বলেন, ‘বিএনপির সঙ্গে জোটে ছিলাম। কিন্তু এবার আমরা ছয়জনের নাম দিয়েছিলাম। পিরোজপুর-১ আসনে দলের চেয়ারম্যানকে আসন দেওয়া হয়েছিল। কিন্তু চেয়ারম্যান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। চেয়ারম্যান নির্বাচন করবেন না। অনেক ছোট ছোট দলকে তিনটা–চারটা করে আসন দেওয়া হয়েছে। সেখানে আমাদের অবজ্ঞা করা হয়েছে।’

    রাত দেড়টার কিছু সময় পর ফেসবুকে দেওয়া পোস্টে নিজের একটি ছবি যুক্ত করে আহসান হাবীব লিংকন লেখেন, ‘স্বপ্ন ছিল আমার সততা, নিষ্ঠা, দেশপ্রেম দিয়ে সারা জীবনের অর্জিত সুনাম-সুখ্যাতি দিয়ে নিজের অর্জিত মেধা ও যোগ্যতা দিয়ে বাকি জীবটুকু শহীদ জিয়া এবং দেশমাতা বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা ও দেশ পরিচালনায় অবদান রাখব। কিন্তু হায়! আমাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনীত করেননি।’

    আহসান হাবীব লিংকন বলেন, তিনি দলের চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র পাঠাবেন। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে আজ মনোনয়নপত্র সংগ্রহ করবেন। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে তিনি নির্বাচন করবেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…