আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের আসনগুলোতে প্রতিদ্বন্দ্বিতাকারী বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রবিবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়। মনোনয়নপত্র দাখিলকালে প্রার্থীদের সঙ্গে নিজ দলের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এ সময় মনোনয়নপত্র জমা শেষে প্রার্থীরা সংক্ষিপ্ত বক্তব্যে ভোটারদের উদ্দেশ্যে নিজ নির্বাচনী প্রতীক বা মার্কায় ভোট ও দোয়া প্রদানের আহ্বান জানান তারা।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। পরবর্তী সময়ে যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
ইখা