সিলেট পর্ব দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। গত ২৬ ডিসেম্বর সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয় এবারের আসর। এবারের আসরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলছেন বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার।
তবে টুর্নামেন্ট চলা অবস্থায় শিগগিরই বাংলাদেশ ছাড়বেন বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার। জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এ সিরিজের জন্য যেসকল ক্রিকেটার জাতীয় দলে ডাক পেয়েছেন তারা দ্রুতই যোগ দেবেন দলের সাথে।
আগামী ৭, ৯ ও ১১ জানুয়ারি ডাম্বুলায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে, যেখানে বর্তমানে বিপিএলে খেলছেন সাতজন পাকিস্তানি ক্রিকেটার। এর ফলে বোঝা যায়, তারা ৭ জানুয়ারির আগে বাংলাদেশ ছেড়ে চলে যাবেন।
বিপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন যেসব পাকিস্তানি ক্রিকেটার এবং যাদের জাতীয় স্কোয়াডে ডাক পেয়েছেন, তারা হলেন- ফাহিম আশরাফ (রংপুর রাইডার্স), খাজা নাফে (রংপুর রাইডার্স), মোহাম্মদ নেওয়াজ (রাজশাহী ওয়ারিয়র্স), মোহাম্মদ সালমান মির্জা (ঢাকা ক্যাপিটালস), শাহিবজাদা ফারহান (রাজশাহী ওয়ারিয়র্স), সাইম আইয়ুব ও উসমান খান (ঢাকা ক্যাপিটালস)।
আরডি