এইমাত্র
  • কক্সবাজার-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সালাউদ্দিন আহমদ
  • ভোলায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩
  • যুব বিশ্বকাপের দল ঘোষণা ভারতের
  • দল ছাড়লেন এনসিপির আরেক নেতা
  • জীবননগরে শীতকালীন সবজিতে স্বস্তি ফিরেছে বাজারে
  • ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রথম নারী এমডি নুজহাত আনোয়ার
  • ২১ হাজার কোটি টাকার প্রকল্পে বড় ব্যর্থতা, নকশার ত্রুটি, নেই মোবাইল নেটওয়ার্ক
  • সিদ্ধিরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
  • মাথায় চোট পেয়ে হাসপাতালে শরিফুল
  • টানা ৪৩ বছরের রাজনীতিতে ইতি টানার ঘোষণা শাহীনের
  • আজ রবিবার, ১৪ পৌষ, ১৪৩২ | ২৮ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    চল্লিশে এসেও রোনালদোর ৪০

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:০৬ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:০৬ পিএম

    চল্লিশে এসেও রোনালদোর ৪০

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:০৬ পিএম

    বয়স বাড়ছে, তবে থেমে নেই গোলের ক্ষুধা। সৌদি সুপার লিগে আল আখদুদের বিপক্ষে আবারও সেটির প্রমাণ দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার রোনালদোর জোড়া গোলে ৩-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে আল নাসর। জোড়া গোল করে চলতি বছরে ৪০ গোলের মাইলফলক ৪০ বছর বয়সী এই পর্তুগিজ তারকা।

    একটি ‘ক্যালেন্ডার ইয়ারে’ ৪০ গোল করা অবশ্য রোনালদোর জন্য নতুন কিছু নয়। পেশাদার ফুটবলে এটি তাঁর ১৪তম বছর, যেখানে এক ক্যালেন্ডার বছরে অন্তত ৪০ গোল করেছেন তিনি। ২০১০ সালে প্রথমবার এই সংখ্যায় পৌঁছানোর পর ২০১৯ সাল ছাড়া প্রায় প্রতিটি বছরই গোলের ধারাবাহিকতা ধরে রেখেছেন রোনালদো।

    ঘরের মাঠ আল আউয়া পার্কে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আল নাসরের হাতে। গ্যালারিভর্তি দর্শকের সামনে বলের দখল, আক্রমণের তীব্রতা—সব দিক থেকেই আল আখদুদের চাপে রাখে আল নাসর। তবে কাঙ্ক্ষিত গোল পেতে অপেক্ষা করতে হয় ৩১ মিনিট পর্যন্ত।

    জোয়াও ফেলিক্সের কর্নার থেকে বক্সের ভেতরে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে সহজ ফিনিশে দলকে এগিয়ে দেন রোনালদো।

    বিরতির পর আরও ধারালো হয়ে ওঠে আল নাসরের আক্রমণ। দ্বিতীয়ার্ধের শুরুতেই মার্সেলো ব্রোজোভিচের নিখুঁত পাস থেকে ব্যাকহিল শটে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। এই গোলেই কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়।

    এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি আল আখদুদ। ম্যাচের শেষ দিকে আল নাসরের আক্রমণের ধার আরও বাড়ে। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে জোয়াও ফেলিক্স তৃতীয় গোলটি করে নিশ্চিত করেন বড় ব্যবধানের জয়।

    এই দুই গোলের ফলে রোনালদোর ক্যারিয়ারের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৫৬। হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে তিনি এখন আর খুব দূরে নন। সামনে আল ইত্তেফাকের বিপক্ষে ম্যাচ থাকায় চলতি বছরেই এই সংখ্যায় আরও যোগ করার সুযোগ রয়েছে তাঁর।

    দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন রোনালদো। চলতি মৌসুমে লিগে মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১২। ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের ১০ কোটি ৫০ লাখ অনুসারীর উদ্দেশে রোনালদো লিখেছেন, ‘সফলতার পথ একটাই—কঠোর পরিশ্রম।’

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…