এইমাত্র
  • গোয়েন্দা অভিযানে ভারত-সমর্থিত ৪ ব্যক্তি নিহত: পাকিস্তান আইএসপিআর
  • সিরিয়ায় বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ
  • এনসিপির অংশ হচ্ছেন না মাহফুজ আলম
  • লন্ডন ছেয়ে গেছে নেতানিয়াহুর ‘ওয়ান্টেড’ পোস্টারে
  • ফরেস্টকে হারিয়ে রেইন্ডার্স বললেন, ‘উই আর অন হান্ট’
  • জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট
  • হাদির ঘাতকদের ভারতে প্রবেশের দাবি নাকচ করলো মেঘালয় পুলিশ
  • মুস্তাফিজ মাঠে নামলে ভাঙচুরের হুমকি ভারতীয় ধর্মীয় নেতার
  • সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি বিশ্বের জন্য হুমকি: সোমালিয়া
  • জামায়াতের মহাসমাবেশ স্থগিত
  • আজ রবিবার, ১৪ পৌষ, ১৪৩২ | ২৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ভালুকায় স্বতন্ত্র প্রার্থীতা ঘোষণা করলেন বিএনপি নেতা মুর্শেদ আলম

    সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৪ পিএম
    সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৪ পিএম

    ভালুকায় স্বতন্ত্র প্রার্থীতা ঘোষণা করলেন বিএনপি নেতা মুর্শেদ আলম

    সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৪ পিএম

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকা উপজেলায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুর্শেদ আলম।

    রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার জামিরদিয়া এলাকায় নিজ বাড়িতে আয়োজিত এক কর্মী সমাবেশে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    সমাবেশের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এরপর বক্তব্যে মোহাম্মদ মুর্শেদ আলম বলেন, ভালুকার মানুষের অধিকার, উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, দলের আদর্শ ও ত্যাগী নেতাকর্মীদের শক্তিকে পুঁজি করে সাধারণ মানুষের পাশে থেকেই রাজনীতি করতে চান।

    কর্মী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন আহাম্মেদ, হাজী শহিদুল ইসলাম, রুহুল আমীন, আইয়ুব আলী কমান্ডার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম, নিয়ামুল কবীর জান্নাত, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম ঢালী, নূরুল হক মন্ডল, রফিকুল হক বাবুল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু তাহের ফকির, জেলা উলামা দলের আহ্বায়ক মাওলানা মফিজুর রহমান, জেলা উলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা এশফাকুর রহমান সিদ্দিকী, সাঈফুল্লাহ চৌধুরী, শাহরিয়ার অলিউল্লাহ অনন্ত, রাফি উল্লাহ চৌধুরী ও আব্দুল্লাহ আল মাসুদ ঢালীসহ আরও অনেকে।

    বক্তারা বলেন, মোহাম্মদ মুর্শেদ আলম দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত এবং সুখে-দুঃখে নেতাকর্মীদের পাশে থেকেছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার এই সিদ্ধান্ত ভালুকার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

    সমাবেশ শেষে নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মুর্শেদ আলমের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

    উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।

    এসএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…