টাঙ্গাইলের মির্জাপুরে দিনে টিউবওয়েলের পানিতে চেতনানাশক ওষুধ মিশিয়ে রাতে চুরি করতে গিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মনসুর গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার নজুনবাগ গ্রামের আলীম উদ্দিনের ছেলে বিশু মিয়া (৩৯) এবং নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার জামালপুর গ্রামের মৃত আলী চৌধুরীর ছেলে মামুন চৌধুরী (২৫)। পুলিশ জানায়, বিশু মিয়ার নামে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, খুন, অস্ত্র ও ছিনতাইসহ ১২টি মামলা রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মনসুর গ্রামের ইউসুফ মিয়ার বাড়ির টিউবওয়েলের পানি পান করে বাড়ির পাঁচজন অসুস্থ হয়ে পড়েন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসা শেষে বিকেলে তারা বাড়ি ফেরেন। তাদের ধারণা, টিউবওয়েলের পানিতে কেউ চেতনানাশক ওষুধ মিশিয়েছিল।
পরে গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি রাত ১০টার দিকে ওই বাড়িতে প্রবেশ করে। বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে ধাওয়া করে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।
মির্জাপুর থানার উপপরিদর্শক রাশেদ ফজল জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে রোববার আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এনআই