টাঙ্গাইলের মির্জাপুরে তিন সন্তানের জননী গোলাপী বেগম হত্যা মামলায় স্বামীর পর হবু মিয়া (২৯) নামে আরেক আসামিকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল র্যাব-১৪।
রবিবার (২৮ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার রাতে নাগরপুর উপজেলার রাথুরা নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হবু মিয়া নাগরপুর উপজেলার রাথুরা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি মির্জাপুর পৌরসভার বাওয়ার কুমারজানি এলাকার ফজলু মিয়ার বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থেকে টমটম চালাতেন বলে জানা গেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক সানাউল ইসলাম জানান, সাত দিনের রিমান্ড চেয়ে রোববার দুপুরে তাকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে এ হত্যাকাণ্ডের ঘটনায় গত ১ নভেম্বর দুপুরে গোলাপীর স্বামী আব্দুল কাদের মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। কাদের পৌরসভার পোস্টকামুরী গ্রামের গফুর মিয়ার ছেলে। বর্তমানে তিনি টাঙ্গাইল কারাগারে রয়েছেন।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর সন্ধ্যায় তিন সন্তানের জননী গোলাপী বেগম সদরের বাওয়ার রোডে তার বাবা বিশু মিয়ার বাসা থেকে নিখোঁজ হন। নিখোঁজের তিন দিন পর, ২৬ অক্টোবর সকালে মির্জাপুর থানা-সংলগ্ন বারোখালী খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় গোলাপীর বাবা বিশু মিয়া অজ্ঞাতনামা আসামি করে মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে গোলাপীর স্বামী আব্দুল কাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
এনআই