প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি, পুষ্টির চাহিদা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থী ঝড়ে পড়া রোধ করতে বিরামপুর উপজেলার ১১৬টি প্রাথমিক বিদ্যালয়ে ১১,৯৭৬ জন শিক্ষার্থীর মাঝে মিড-ডে মিল বা স্কুল ফিডিং কার্যক্রম চালু করা হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) উপজেলার শান্তিগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নীলা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী কবির রেজা, এবং বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নীলা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আল সিরাজ, বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর দিনাজপুর জোনাল ম্যানেজার হাসান আলী, উপজেলা কো-অর্ডিনেটর আশরাফুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, স্কুলের সাবেক সভাপতি লুৎফর রহমান মণ্ডল এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীরা প্রথম দিনের ফিডিংয়ে পাউরুটি ও ডিম পেয়ে উচ্ছ্বসিত আনন্দ প্রকাশ করে।
ইএসডিও সূত্রে জানা গেছে, বিরামপুর উপজেলার ১১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেক শিশু শিক্ষার্থীকে সপ্তাহের বিভিন্ন দিনে পুষ্টিকর খাবার প্রদান করা হবে। রবিবার পাউরুটি ও ডিম, সোমবার পাউরুটি, মঙ্গলবার কলা, বুধবার এবং বৃহস্পতিবার পাউরুটি ও ডিম দেওয়া হবে।
এনআই