জেঁকে বসেছে শীত। এরমধ্যে হিমেল হাওয়ায় শীতের তীব্রতা আরও বাড়াচ্ছে। এমন অবস্থায় দেশের দিকে ধেঁয়ে আসছে শৈত্যপ্রবাহ ‘কনকন’।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) ফেসবুকে দেওয়া এক বার্তায় এ তথ্য জানায়।
এতে আরও বলা হয়, শৈত্যপ্রবাহটি ২৮ ডিসেম্বর হতে ৭ জানুয়ারি অথবা ৩১ ডিসেম্বর হতে ৭ জানুয়ারি পর্যন্ত থাকতে পারে। এটি রাজশাহী ও খুলনা বিভাগের অনেক এলাকায় সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে।
এ ছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর ও এর পার্শ্ববর্তী এলাকায় বেশ সক্রিয় থাকতে পারে। কম সক্রিয় থাকতে পারে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায়। তবে, দেশের সমগ্র উপকূলীয় এলাকা ও ঢাকা শহর, কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রামে শীত থাকলেও শৈত্যপ্রবাহটি তেমন একটা সক্রিয় থাকবে না।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম আরও জানায়, শৈত্যপ্রবাহ চলাকালে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, পাবনা, বগুড়া, নাটোর, নড়াইল, যশোর, ফরিদপুর, গোপালগঞ্জ, মাগুরা, রাজবাড়ী ও এর পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। এখানে অপেক্ষাকৃত আগে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
এফএস