কিশোরগঞ্জের ইটনার জয়সিদ্ধি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় জ্বলে ওঠা আগুন নেভাতে গিয়ে অয়ন (১০) নামে স্থানীয় এক কিশোর দগ্ধ হয়েছেন।
রবিবার (২৮ ডিসেম্বর) রাতে ইটনা উপজেলার জয়সিন্ধি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধ অয়ন জয়সিদ্ধি গ্রামের আলমগীর এর ছেলে। তাকে ঢাকার বার্ণ ইনস্টিটিউটে রেফার্ড করা হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ইটনা উপজেলার জয়সিদ্ধি বাজারে হাসান মিয়া নামে এক ব্যবসায়ির সারের দোকানে আগুন লাগে। মূহুর্তের মধ্যে আগুন পাশের দুটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ইটনা ফায়ার সার্ভিস ইউনিটের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এ দিকে আগুন নিভাতে গিয়ে গুরুতর দগ্ধ হয় কিশোর অয়ন। তার শরীরের ৬০ মিগ পুড়ে গেছে। পরে স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকার বার্ণ ইনস্টিটিউটে রেফার্ড করা হয়।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুন নেভাতে গিয়ে অয়ন নামে এক কিশোর দগ্ধ হয়েছে। আগুনে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
এফএস