এইমাত্র
  • পাবনায় বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ
  • ‘কিংবদন্তি’ পেলের মৃত্যুবার্ষিকী আজ
  • সোনারগাঁয়ে পাঁচদিনব্যাপী জয়নুল জন্মোৎসব শুরু
  • দেড় যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান
  • চট্টগ্রামকে হেসে-খেলে হারিয়ে দাপুটে শুরু রংপুরের
  • বিপাকে পড়লেন তাসনিম জারা!
  • ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মির্জা ফখরুল
  • ভারতীয়দের ‘ওয়ার্ক পারমিট’ বাতিলসহ ৪ দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ
  • ‘ভারত যদি হাত না মেলাতে চায়, তাহলে আমাদেরও ইচ্ছা নেই’
  • ভোলায় অস্ত্র ও জাল নোটসহ আটক ১
  • আজ সোমবার, ১৫ পৌষ, ১৪৩২ | ২৯ ডিসেম্বর, ২০২৫
    আইন-আদালত

    আগামীকাল বিচারকদের উদ্দেশে প্রধান বিচারপতির অভিভাষণ

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৩:২০ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৩:২০ পিএম

    আগামীকাল বিচারকদের উদ্দেশে প্রধান বিচারপতির অভিভাষণ

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৩:২০ পিএম
    প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ছবি: সংগৃহীত

    নতুন দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো দেশের বিচার বিভাগে কর্মরত শীর্ষ বিচারকদের উদ্দেশে অভিভাষণ দিতে যাচ্ছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আগামীকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে এ অভিভাষণ দেবেন তিনি।

    আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ রবিবার (২৮ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি স্মারক জারি করেছে।

    স্মারকে জানানো হয়, সুপ্রিম কোর্টের পরামর্শে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য দেশের সব জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে মনোনয়ন দেওয়া হয়েছে।

    স্মারকে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের পরামর্শে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে আয়োজিত প্রধান বিচারপতির অভিভাষণ প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য দেশের সব জেলার জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে মনোনয়ন দেওয়া হলো।

    এর আগে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে গত ২৩ ডিসেম্বর নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, শপথগ্রহণের তারিখ থেকেই এই নিয়োগ কার্যকর হবে।

    গত রবিবার (২৮ ডিসেম্বর) প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এদিন সকালে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার শপথ পাঠ করান।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…