অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় ভোলায় ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৫ রাউন্ড গুলি ও জাল নোটসহ আরমান আলী (২৫) নামের একজনকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিন জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক। আটক আরমান ভোলার দৌলতখান উপজেলার জয়নাল আবেদীনের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মদনপুর ইউনিয়নের মাঝের চর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে সেখানে তল্লাশি করে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৫ রাউন্ড গুলি এবং ১ হাজার টাকার ৮ টি জাল নোটসহ তাকে আটক করা হয়।
পরে, জব্দকৃত আলামাত ও আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতখান থানায় হস্তান্তর করা হয়।
ইখা