চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফেভারিট তকমা পাওয়া দলে রংপুর রাইডার্স। নিজেদের প্রথম ম্যাচেই তার প্রমাণ দিয়েছে উত্তরের দলটি। চট্টগ্রাম রয়্যালসকে হেসে খেলে ৭ উইকেটে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠায় রংপুর। চট্টগ্রাম এদিন দলে সংযোজন করে আরও এক বিদেশিকে- ইংল্যান্ডের অ্যাডাম রসিংটন। তবে প্রথম ওভারেই তিনি সাজঘরে ফেরেন মাত্র ১ রান করে। এরপর মির্জা বেগকে নিয়ে হাল ধরেন ১ কোটি ১০ লাখ টাকা পারিশ্রমিকের নাঈম শেখ।
তবে পাওয়ারপ্লের আগেই ফিরতে হয় নাঈমকে, তাতে খেই হারিয়ে ফেলে দল। ২০ বলে সাতটি চার ও একটি ছক্কায় ৩৯ রান করেন নাঈম, স্ট্রাইক রেট ছিল দুইশর কাছাকাছি।
আগের ম্যাচের জয়ের নায়ক মির্জা বেগ ২৪ বলে ২০ রান করে সাজঘরে ফেরেন, তার আগে মাহমুদুল হাসান জয়, মাহফিজুল ইসলাম, মাসুদ গুরবাজ, অধিনায়ক শেখ মেহেদীরা সাজঘরে ফিরছিলেন মিছিলের মতো।
শেষপর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। ১৭.৫ ওভারে অলআউট হয় ১০২ রানে। ফাহিম আশরাফ একাই শিকার করেন ৫ উইকেট। এছাড়া রংপুরের হয়ে মুস্তাফিজুর রহমান ২টি এবং নাহিদ রানা, আলিস ইসলাম ও সুফিয়ান মুকিম একটি করে উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে চট্টগ্রামে বোলিং ইউনিটকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন রংপুরের দুই ওপেনার লিটন দাস এবং ডেভিড মালান। ১০৩ রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে তারা নেন ৯১ রান।
লিটন ৩১ বলে ৪৭ রান করে বিদায় নিলে ভাঙে উদ্বোধনী জুটি। তবে মালান অর্ধশতক পূর্ণ করেন। জয় নিশ্চিত হওয়ার একটু আগে অবশ্য ৪৮ বলে ৫১ রান করে ধরেন সাজঘরের পথ।
খুশদিল শাহ ছক্কা হাঁকিয়ে নিশ্চিত করেন দলের জয়। ৪ বলে ১ রান করে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৫ ওভার ও ৭ উইকেট হাতে রেখেই জিতে যায় রংপুর।
আরডি