মুন্সিগঞ্জের সিরাজদিখানে একটি মোবাইল সার্ভিসিং দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানে থাকা মোবাইল সার্ভিসিংয়ের বিভিন্ন যন্ত্রপাতি, মোবাইলের ডিসপ্লেসহ নানা ধরনের এক্সেসরিজ পুড়ে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা চৌরাস্তা এলাকায় খাজা টাওয়ারের পাঁচতলা ভবনের নিচতলায় অবস্থিত পায়েল মোবাইল সার্ভিস নামের একটি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে সিরাজদিখান থানার টহল পুলিশ সদস্যরা, সিরাজদিখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট এবং স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে আশপাশের অন্যান্য দোকান ও স্থাপনা বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
পায়েল মোবাইল সার্ভিসের স্বত্বাধিকারী হাবিব পায়েল বলেন, মোবাইল সার্ভিসিংয়ের কাজ চলাকালীন হঠাৎ করে আগুন ধরে যায়। এতে দোকানে থাকা মোবাইল মেরামতের বিভিন্ন যন্ত্রপাতি, মোবাইলের ডিসপ্লেসহ বিভিন্ন এক্সেসরিজ ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এতে আমার প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সিরাজদিখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মো. আরিফ আনোয়ার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এতে অল্পের জন্য বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পিএম