রংপুরের তারাগঞ্জ উপজেলায় অপারেশন ডেভিল হান্ট–ফেজ টু-এর আওতায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারাগঞ্জ থানা পুলিশ তারাগঞ্জ বাজারে অবস্থিত তাঁর নিজ ব্যবসা প্রতিষ্ঠান একটি কসমেটিক দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার আলমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি আলমপুর ইউনিয়নের সেরমস্ত গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, অপারেশন ডেভিল হান্ট–ফেজ টু-এর আওতায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত ওই আওয়ামী লীগ নেতাকে জেলহাজতে প্রেরণ করা হবে।
এনআই