বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে বিপিএলের আজকের (৩০ ডিসেম্বর) ম্যাচ স্থগিত করেছিল বিসিবি। এরপর বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছিল, বুধবার সেই ম্যাচ দুটো আয়োজিত হবে। কিন্তু সে সিদ্ধান্ত থেকে আবার সরে এসেছে বোর্ড।
আগামীকাল জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। আর সরকারের সেই সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে বিসিবিও এদিন কোনো ম্যাচ না রাখার সিদ্ধান্ত জানিয়েছে।
বিসিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ৩১ ডিসেম্বর বিপিএলের কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে না। ৩০ ডিসেম্বর অর্থাৎ আজকের যে ম্যাচ দুটি ছিল সেগুলো ১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। একইসঙ্গে, ১ জানুয়ারির ম্যাচ দুটো আর সেদিন হচ্ছে না। এদিনের ম্যাচসহ বিপিএলের পরের পূর্ণ সময়সূচি আবার প্রকাশ করবে বিপিএল গভর্নিং কাউন্সিল।
সহযোগিতার জন্য সকল অংশীজন, দল, খেলোয়াড়, গণমাধ্যম এবং সমর্থকদের ধন্যবাদ জানিয়েছে বিসিবি।
এমআর-২