ঘন কুয়াশা কেটে যাওয়ায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি-র দৌলতদিয়া ঘাট শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া প্রান্তে বুধবার ভোর সাড়ে ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়। পরবর্তীতে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ৯টা ৩৫ মিনিটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরও বলেন, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট বড় মিলে মোট ১৫টি ফেরি চলাচল করছে এবং এ ফেরিগুলো দিয়েই যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।
এসআর