রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের জগদীশপুর শাহপাড়া এলাকায় সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুর রহমান লিটনের মালিকানাধীন ছাবেয়া অটো রাইস মিলে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে এ ডাকাতির ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে সংঘবদ্ধ ডাকাত দল অস্ত্রশস্ত্র নিয়ে রাইস মিলে হামলা চালায়। এ সময় মিলের ভেতরে অবস্থানরত শ্রমিক ও কর্মচারীদের মারধর করে হাত বেঁধে জিম্মি করে রাখে ডাকাতরা।
ডাকাতির সময় এক বৃদ্ধ শ্রমিককে গুরুতরভাবে আঘাত করা হয়। তার মাথা ফেটে গেলে তাৎক্ষণিকভাবে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া আরও কয়েকজন শ্রমিক কমবেশি আহত হয়েছেন বলে জানা গেছে।
ডাকাত দল মিলের ক্যাশ ভেঙে সেখানে থাকা নগদ অর্থ লুট করে নেয়। পাশাপাশি ঘটনার প্রমাণ নষ্ট করতে মিলের আশপাশে স্থাপিত সিসি ক্যামেরাগুলো ভাঙচুর করে এবং ফুটেজ সংরক্ষিত থাকা কম্পিউটার পিসি সঙ্গে করে নিয়ে যায়।
পরবর্তীতে রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ তিনটি পিকআপ ঘটনাস্থলে পৌঁছানোর খবর পেয়ে ডাকাত দল দ্রুত পালিয়ে যায়। পালানোর সময় তারা সঙ্গে থাকা কিছু জিনিসপত্র ঘটনাস্থলে ফেলে রেখে যায় বলে জানিয়েছে পুলিশ।
তারাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসআর