এইমাত্র
  • সবজি-মুরগির দামে স্বস্তি, চড়া মাছের বাজার
  • সম্পদের হিসেবে জোনায়েদ সাকির চেয়ে এগিয়ে তার স্ত্রী
  • বাকৃবি শিক্ষার্থীদের ওপর স্থানীয়‌দের হামলা, আহত ৫
  • পঞ্চগড়ে কোটি টাকার বীজ আলু পচে নষ্ট, দায় কার?
  • বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন তারেক রহমান
  • নতুন বছরে ভারতগামী যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ফি
  • জার্মানিতে নববর্ষ উদযাপনে বহু হতাহত, গ্রেফতার ৪০০
  • সৌদি আরবে একবছরে রেকর্ডসংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর
  • ইরানে সহিংস রূপ নিলো বিক্ষোভ, কয়েকজন নিহত
  • আমি দল ছেড়ে যাইনি, এলাকার মানুষকেও ছাড়িনি: রুমিন ফারহানা
  • আজ শুক্রবার, ১৯ পৌষ, ১৪৩২ | ২ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    রাজশাহীতে ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

    তানভীরুল আলম তোহা, বাগমারা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ২ জানুয়ারি ২০২৬, ১০:২৪ এএম
    তানভীরুল আলম তোহা, বাগমারা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ২ জানুয়ারি ২০২৬, ১০:২৪ এএম

    রাজশাহীতে ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

    তানভীরুল আলম তোহা, বাগমারা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ২ জানুয়ারি ২০২৬, ১০:২৪ এএম

    রাজশাহীতে ইয়াবা বড়িসহ ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম শাকিবুল হাসান ওরফে লিটন (৩০)। তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার বিলপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবা মৃত মনিরুল ইসলাম মন্টু।

    পুলিশ জানায়, শাকিবুল হাসান মোহনপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

    বৃহস্পতিবার (০১ জানুয়ারি) বিকেল চারটার দিকে উপজেলার বরইকুড়ি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন আলী।

    এসআই ইয়ামিন আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় একটি চায়ের দোকানে কয়েকজন ব্যক্তি বসে ছিলেন। তাদের পাশেই রাস্তার ওপর দাঁড়িয়ে ছিলেন শাকিবুল হাসান। তাকে সন্দেহভাজন হিসেবে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে তাকে থানায় নেওয়া হয়।

    তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলায় তিনি নিজেই বাদী হবেন। শুক্রবার সকালে গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

    তবে শাকিবুল হাসান যে ছাত্রদল নেতা তাৎক্ষণিকভাবে বিষয়টি নিশ্চিত করতে পারেননি এসআই ইয়ামিন আলী। তিনি বলেন, নতুন দায়িত্বে যোগ দেওয়ায় এ বিষয়ে তার বিস্তারিত জানা নেই।

    এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিবুল হাসান দীর্ঘদিন ধরে উপজেলা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। তার নিজস্ব ফেসবুক আইডিতেও পরিচয় হিসেবে ‘সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোহনপুর উপজেলা ছাত্রদল’ উল্লেখ রয়েছে।

    এ বিষয়ে মোহনপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক বলেন, ‘আমি বর্তমানে ঢাকায় আছি। ঘটনাটি শুনেছি। এ ধরনের ঘটনার দায় সংগঠন নেবে না। কেউ যদি ব্যক্তিগতভাবে এমন কর্মকাণ্ডে জড়িত থাকেন, সেটি তার নিজস্ব বিষয়।’

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…