এইমাত্র
  • দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, নেমেছে ৮ ডিগ্রিতে
  • রাজনীতিতে আসছেন ব্যারিস্টার জাইমা রহমান?
  • সবজি-মুরগির দামে স্বস্তি, চড়া মাছের বাজার
  • সম্পদের হিসেবে জোনায়েদ সাকির চেয়ে এগিয়ে তার স্ত্রী
  • বাকৃবি শিক্ষার্থীদের ওপর স্থানীয়‌দের হামলা, আহত ৫
  • পঞ্চগড়ে কোটি টাকার বীজ আলু পচে নষ্ট, দায় কার?
  • বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন তারেক রহমান
  • নতুন বছরে ভারতগামী যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ফি
  • জার্মানিতে নববর্ষ উদযাপনে বহু হতাহত, গ্রেফতার ৪০০
  • সৌদি আরবে একবছরে রেকর্ডসংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর
  • আজ শুক্রবার, ১৯ পৌষ, ১৪৩২ | ২ জানুয়ারি, ২০২৬
    রাজনীতি

    সম্পদের হিসেবে জোনায়েদ সাকির চেয়ে এগিয়ে তার স্ত্রী

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২ জানুয়ারি ২০২৬, ১২:০০ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২ জানুয়ারি ২০২৬, ১২:০০ পিএম

    সম্পদের হিসেবে জোনায়েদ সাকির চেয়ে এগিয়ে তার স্ত্রী

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২ জানুয়ারি ২০২৬, ১২:০০ পিএম
    ছবি: সংগৃহীত

    নাম তার মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। তবে অধিক পরিচিত জোনায়েদ সাকি নামে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারি সাকি এবারের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে লড়বেন বিএনপি নেতৃত্বাধীন জোটের হয়ে।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামা অনুযায়ী জোনায়েদ সাকির জন্ম ১৯৭৩ সালে ৯ ডিসেম্বর। কখনো অভিযুক্ত হননি ফৌজদারি মামলায়। শিক্ষাগত যোগ্যতা হিসেবে তিনি উল্লেখ করেছেন ‘বিএ’ পাস। স্থায়ী ও বর্তমান ঠিকানা হিসেবে লিখেছেন বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের চরলহনিয়া গ্রাম।

    ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী, পেশায় প্রকাশক সাকির মোট সম্পদের পরিমাণ ৪৬ লাখ ৬২ হাজার ৬০২ টাকা। আয়কর দিয়েছেন ৩৭ হাজার ৬৪০ টাকা।

    তবে আয় এবং সম্পদের দিক থেকে তার স্ত্রী অনেকটাই এগিয়ে। সাকির স্ত্রী পেশায় আলোকচিত্রী ও শিক্ষক তাসলিমা আখতারের মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে এক কোটি ২২ লাখ ৯৩ হাজার ৩০৪ টাকা। তিনি আয়কর দিয়েছেন দুই লাখ ৭৩ হাজার ৪৪৮ টাকা।

    হলফনামায় উল্লেখ করা হয়েছে, জোনায়েদ সাকির বার্ষিক আয় সাত লাখ ৭২ হাজার ৯৩৬ টাকা। এর মধ্যে ব্যবসা থেকে আয় এক লাখ ২০ হাজার ১৪১ টাকা, সঞ্চয়পত্র থেকে ২ হাজার ৭৯৫ টাকা এবং পেশা থেকে ৬ লাখ ৫০ টাকা।

    অন্যদিকে তার স্ত্রীর তাসলিমা আখতারে বার্ষিক আয় ২৩ লাখ নয় হাজার ২১১ টাকা। আয়ের উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন স্থাবর সম্পত্তির ভাড়া বাবদ চার লাখ ৮০ হাজার ৪০০ টাকা, সঞ্চয়পত্র থেকে তিন লাখ ১০ হাজার ৩৬৯ টাকা, অন্যান্য পেশা থেকে ছয় লাখ ৯০ হাজার টাকা এবং বাড়ি ও দোকান ভাড়া থেকে আট লাখ ২৮ হাজার টাকা।

    এছাড়া স্থাবর সম্পদের হিসেবে জোনায়েদ সাকির নামে ১১ একর অকৃষি জমি কথা উল্লেখ করা হয়েছে। তবে এতে মূল্য লেখা হয়নি। এছাড়া বেস্ট ওয়ে নেশন ওয়াইড হাউজিং লিমিটেডে তিনি তিন লাখ ২০ হাজার টাকা অগ্রীম জমা দিয়েছেন। তার স্ত্রীর নামে তার স্ত্রীর নামে রয়েছে ১৮ দশমিক ১৮ পয়েন্ট কৃষিজমি, যার মূল্য লেখা আছে ১৫ হাজার টাকা। এছাড়া ৩২৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট ও ১৬৭ বর্গফুটের একটি দোকান রয়েছে, যার মূল্য ২৮ লাখ ৬৮ হাজার ৯৩৪ টাকা।

    এসএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…