গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষে বাসের হেলপারসহ ২জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন।
শনিবার (২ জানুয়ারি) সকালে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের ঠুটিয়াপুকুর বাজারের পূর্ব পাশে গড়েয়া ঈদগাহ মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়,ঢাকা থেকে গাইবান্ধাগামী কাজী লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাইবান্ধাগামী সিমেন্টবোঝাই একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপারসহ দুইজন নিহত হন।
নিহতরা হলেন, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কাজিবাড়ী সন্তোলা গ্রামের গনি মিয়ার ছেলে বাসের হেলপার মুসা আকন্দ (২৫) অপরজন বাসযাত্রী রংপুরের পীরগঞ্জ উপজেলার ধনামলা গ্রামের হারুন মিয়ার ছেলে জামিল। দুর্ঘটনায় আহত অন্তত ১২ জনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতির জন্য থানায় রাখা হয়েছে।
পলাশবাড়ীর থানার অফিসার ইনচার্জ সারোয়ারে আলম খান জানান,যথাযথ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এসআর