রংপুরের তারাগঞ্জ উপজেলায় আওয়ামী কৃষকলীগের এক নেতাকে ডেভিল হান্ট ফেজ-২ অভিযান চলাকালীন গ্রেপ্তার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত প্রায় সাড়ে ৭টার সময় উপজেলার হাঁড়িয়ারকুঠি ইউনিয়নের ডাঙ্গীরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কৃষকলীগ নেতা মশিয়ার রহমান (২৮) উপজেলার হাঁড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর (বড়বাড়ি) গ্রামের মো. এজাতুল্লাহ ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং উপজেলার হাঁড়িয়ারকুঠি ইউনিয়নের ১নং ওয়ার্ডের কৃষকলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, কৃষকলীগের ওই নেতাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে পাঠানো হবে।
এনআই