ঝিনাইদহে মাদকসহ এক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে তাকে আটক করা হয়।
জানা গেছে, বুধবার দিবাগত রাতে, ডিবি'র অভিযানে মোঃ সুমন ইসলাম (৩৮) নামের এক মাদক কারবারিকে ৪৯ পিস ইয়াবাসহ আটক করে ডিবির বিশেষ টিম। গোপন সংবাদের ভিত্তিতে শহীদ মহাসিন সড়কের লাবু হোসেনের বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক মোঃ সুমন ইসলাম ঝিনাইদহ পৌর এলাকার হামদহ খন্দকার পাড়ার মৃতঃ আব্দুল মতিনের ছেলে। তিনি নিজে মাদকাসক্ত ও দীর্ঘদিন ধরে মাদকের কারবারে জড়িত বলে জানা যায়।
ডিবির এস.আই মোর্শেদ জানান, দীর্ঘদিন ধরে মাদক কারবার করছিলেন সুমন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে তাকে গ্রেফতার করা হয়, তার নামে মামলা রুজু করা হয়েছে।
ইখা