এইমাত্র
  • মাগুরায় ম্যারাথন দৌড় অনুষ্ঠিত
  • ‘তিন উপজেলার সমন্বয়ে ঈশ্বরদী জেলা গঠন করা হবে’
  • পটুয়াখালী-২ আসনে পোস্টাল ভোটার আড়াই হাজার
  • ইরানের বিক্ষোভে কানাডার নাগরিকের মৃত্যু
  • মাস্তুল ফাউন্ডেশন আয়োজিত দিনব্যাপী যাকাত কনফারেন্স শনিবার
  • দর্শকদের টিকিটের টাকা ফেরতের ঘোষণা বিসিবির
  • যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১
  • নওগাঁয় ড্রাইভিং পরীক্ষায় পাশ ও লাইসেন্স দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ
  • গজারিয়ায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা
  • শুক্রবার ফের মাঠে ফিরছে বিপিএল
  • আজ শুক্রবার, ৩ মাঘ, ১৪৩২ | ১৬ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    গজারিয়ায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৯:২৩ এএম
    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৯:২৩ এএম

    গজারিয়ায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৯:২৩ এএম

    মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।

    শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর ৪টা থেকে গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ এ যানজটে স্থবির হয়ে পড়ে যান চলাচল।

    স্থানীয় সূত্রে জানাযায়, ভোর থেকেই মহাসড়কে গাড়ির গতি কমে আসে। সময়ের সঙ্গে সঙ্গে যানজট আরও তীব্র আকার ধারণ করলে চরম দুর্ভোগে পড়েন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও দূরপাল্লার যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে থাকায় যাত্রীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়তে থাকে।

    বাসচালক স্বপন মিয়া জানান, বালুয়াকান্দি এলাকা থেকেই তিনি যানজটে আটকে পড়েন। প্রায় এক ঘণ্টা ধরে ভাটেরচর এলাকায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। একই অভিজ্ঞতার কথা জানান ট্রাকচালক হানিফ। তিনি বলেন, তেতৈতলা হাশপয়েন্ট এলাকায় এক ঘণ্টারও বেশি সময় ধরে আটকে রয়েছেন এবং যানজটের কারণও জানেন না।

    স্থানীয়দের অভিযোগ, নিয়মিত যানজট নিরসনে কার্যকর উদ্যোগ না থাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের এ অংশে প্রায়ই এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে।

    এ বিষয়ে গজারিয়া থানার হাইওয়ে পুলিশের ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, দাউদকান্দি ব্রিজ এলাকায় একটি গাড়ি বিকল হয়ে পড়ায় যানজটের সূত্রপাত হয়। পরে বিকল গাড়িটি সরিয়ে নেওয়া হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…