এইমাত্র
  • তারাগঞ্জে ১ মাসে ভ্রাম্যমাণ আদালতে সাড়ে ৫ লাখ টাকা অর্থদণ্ড
  • লোহাগাড়ায় অস্ত্রসহ ১ জন আটক
  • চাঁদপুরে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রতীকি অনশন
  • পাথরঘাটায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
  • রাঙ্গামাটিতে পিকআপ খাদে পড়ে নিহত ২
  • যশোরে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • মাগুরায় ম্যারাথন দৌড় অনুষ্ঠিত
  • ‘তিন উপজেলার সমন্বয়ে ঈশ্বরদী জেলা গঠন করা হবে’
  • পটুয়াখালী-২ আসনে পোস্টাল ভোটার আড়াই হাজার
  • ইরানের বিক্ষোভে কানাডার নাগরিকের মৃত্যু
  • আজ শুক্রবার, ৩ মাঘ, ১৪৩২ | ১৬ জানুয়ারি, ২০২৬
    খেলা

    মাগুরায় ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

    মতিন রহমান, স্টাফ করেসপন্ডেন্ট (মাগুরা) প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১২:২৫ পিএম
    মতিন রহমান, স্টাফ করেসপন্ডেন্ট (মাগুরা) প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১২:২৫ পিএম

    মাগুরায় ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

    মতিন রহমান, স্টাফ করেসপন্ডেন্ট (মাগুরা) প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১২:২৫ পিএম

    ‘মাদককে না বলুন, সুস্থ জীবন গড়ুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় অনুষ্ঠিত হলো ৫ কিলোমিটার ম্যারাথন দৌড় RUN MAGURA 2026। মাদকমুক্ত মাগুরা গড়ার প্রত্যয়ে ত্রিমাত্রিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে মাগুরা স্টেডিয়াম চত্বর থেকে এই ম্যারাথন দৌড় শুরু হয়।

    ম্যারাথন দৌড়ের উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ ও পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।

    আয়োজক সূত্রে জানা যায়, অর্ধ মাসব্যাপী রেজিস্ট্রেশন কার্যক্রমে চার শতাধিক অংশগ্রহণকারী নিবন্ধন করেন এবং এতে ছয় শতাধিক দৌড়বিদ অংশ নেন। স্টেডিয়াম চত্বর থেকে শুরু হয়ে দৌড়টি নতুন বাজার, চৌরঙ্গীর মোড়, ঢাকা রোড ও ভায়নার মোড় ঘুরে পুনরায় স্টেডিয়াম চত্বরে এসে শেষ হয়।

    প্রতিযোগিতায় অংশ নেওয়া সেরা ১০ জন প্রতিযোগীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয় এবং সকল অংশগ্রহণকারীকে মেডেল দেওয়া হয়। মাঘ মাসের শীত উপেক্ষা করে বিভিন্ন বয়সী শত শত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানে বাড়তি প্রাণচাঞ্চল্য যোগ করে। সমাপনী অনুষ্ঠানে শিল্প সচিব নিজ হাতে প্রথম ১০ জন প্রতিযোগীকে পুরস্কার ও মেডেল পরিয়ে দেন।

    প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মাগুরার শালিখা উপজেলার হাসিবুল। তিনি এই আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কাজী শামসুজ্জামান কল্লোল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন, সমাজসেবার সরকারি পরিচালক জাহিদুল আলমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিমাত্রিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মোরসালিন শুভ এবং সঞ্চালনা করেন অ্যাডভোকেট একরামুল করিম রোমেল।

    সমাপনী বক্তব্যে শিল্প সচিব ওবায়দুর রহমান বলেন, ত্রিমাত্রিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে মাগুরায় যে সামাজিক ও সচেতনামূলক কাজ করছে তা সত্যিই প্রশংসনীয়। মাদকবিরোধী এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    আয়োজক সংগঠনের সভাপতি সৈয়দ মোরসালিন আলী শুভ বলেন, ২০০৩ ব্যাচের উদ্যোগে পরিচালিত আমাদের সংগঠনের মূল লক্ষ্য যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা। আজকের আয়োজন সফল হয়েছে সর্বস্তরের মানুষের সহযোগিতায়। ভবিষ্যতেও সমাজের জন্য কল্যাণকর নানা কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…