এইমাত্র
  • মাগুরায় ম্যারাথন দৌড় অনুষ্ঠিত
  • ‘তিন উপজেলার সমন্বয়ে ঈশ্বরদী জেলা গঠন করা হবে’
  • পটুয়াখালী-২ আসনে পোস্টাল ভোটার আড়াই হাজার
  • ইরানের বিক্ষোভে কানাডার নাগরিকের মৃত্যু
  • মাস্তুল ফাউন্ডেশন আয়োজিত দিনব্যাপী যাকাত কনফারেন্স শনিবার
  • দর্শকদের টিকিটের টাকা ফেরতের ঘোষণা বিসিবির
  • যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১
  • নওগাঁয় ড্রাইভিং পরীক্ষায় পাশ ও লাইসেন্স দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ
  • গজারিয়ায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা
  • শুক্রবার ফের মাঠে ফিরছে বিপিএল
  • আজ শুক্রবার, ৩ মাঘ, ১৪৩২ | ১৬ জানুয়ারি, ২০২৬
    রাজনীতি

    চাঁদাবাজি-দখলবাজি-টেন্ডারবাজির বিরুদ্ধে শামা ওবায়েদের কঠোর হুঁশিয়ারি

    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১০:০৮ পিএম
    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১০:০৮ পিএম

    চাঁদাবাজি-দখলবাজি-টেন্ডারবাজির বিরুদ্ধে শামা ওবায়েদের কঠোর হুঁশিয়ারি

    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১০:০৮ পিএম

    ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজির সঙ্গে জড়িত কাউকেই তিনি ছাড় দেবেন না। কোনো ব্যক্তি দুর্নীতিতে জড়ালে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।

    বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে মো. ইব্রাহিম মোল্যার বাড়িতে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    শামা ওবায়েদ বলেন, “কারো অন্যায়ের দায় আমি নেব না। আমার বাবার নাম ও বিএনপির ভাবমূর্তি নষ্ট হতে দেব না। ধানের শীষ একটি পবিত্র প্রতীক—এই প্রতীকের বদনাম কেউ করলে তা মেনে নেওয়া হবে না।” তিনি আরও বলেন, সৎ পথে থেকে সৎভাবে উপার্জন করাই বিএনপির রাজনীতির মূল দর্শন। ঐক্যবদ্ধ থাকলে সব বাধা অতিক্রম করা সম্ভব।

    তিনি বলেন, আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার হাত ধরেই সালথা উপজেলা প্রতিষ্ঠিত হয়েছে। ২০০১ সালে প্রধানমন্ত্রী থাকাকালে সালথায় জনসভা করে তিনি উপজেলা ঘোষণার প্রতিশ্রুতি দেন এবং পরে সাবেক মন্ত্রী মরহুম কেএম ওবায়দুর রহমানের নেতৃত্বে উপজেলা পরিষদ গঠিত হয়। এজন্য সালথাবাসী তার কাছে চিরঋণী।

    শামা ওবায়েদ বলেন, তার ইচ্ছা সালথায় একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল প্রতিষ্ঠা করা, যেখানে স্বল্পমূল্যে সাধারণ মানুষ চিকিৎসাসেবা পাবে। পাশাপাশি শিক্ষাব্যবস্থার উন্নয়ন, যুবক ও নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার সার্বিক উন্নয়ন তার অগ্রাধিকার।

    সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদের সঞ্চালনায় আয়োজিত সভায় আরও উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, বিএনপি নেতা শাহিদুজ্জামান শাহিদ, মনির মোল্যা, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, মুরাদুর রহমান মুরাদ, সাবেক চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়া, খন্দকার রেজাউর রহমান চয়ন, ইউপি সদস্য শাহজাহান মোল্যাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

    অনুষ্ঠান শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…