এইমাত্র
  • মাগুরায় ম্যারাথন দৌড় অনুষ্ঠিত
  • ‘তিন উপজেলার সমন্বয়ে ঈশ্বরদী জেলা গঠন করা হবে’
  • পটুয়াখালী-২ আসনে পোস্টাল ভোটার আড়াই হাজার
  • ইরানের বিক্ষোভে কানাডার নাগরিকের মৃত্যু
  • মাস্তুল ফাউন্ডেশন আয়োজিত দিনব্যাপী যাকাত কনফারেন্স শনিবার
  • দর্শকদের টিকিটের টাকা ফেরতের ঘোষণা বিসিবির
  • যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১
  • নওগাঁয় ড্রাইভিং পরীক্ষায় পাশ ও লাইসেন্স দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ
  • গজারিয়ায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা
  • শুক্রবার ফের মাঠে ফিরছে বিপিএল
  • আজ শুক্রবার, ৩ মাঘ, ১৪৩২ | ১৬ জানুয়ারি, ২০২৬
    রাজধানী

    বিমানবন্দরে প্রতিবন্ধী যুবকের ভোগান্তির ভিডিওতে অব্যবস্থাপনার করুণ চিত্র

    এলেন বিশ্বাস, উত্তরা (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১০:২১ এএম
    এলেন বিশ্বাস, উত্তরা (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১০:২১ এএম

    বিমানবন্দরে প্রতিবন্ধী যুবকের ভোগান্তির ভিডিওতে অব্যবস্থাপনার করুণ চিত্র

    এলেন বিশ্বাস, উত্তরা (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১০:২১ এএম

    ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন প্রতিবন্ধী যুবকের বিমানে ওঠার সংগ্রামের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যায়, প্রয়োজনীয় সহায়তার অভাবে ওই যুবককে কতটা অমানবিক পরিস্থিতির মধ্য দিয়ে ফ্লাইটে উঠতে হয়েছে। এই ঘটনা বিমানবন্দরের যাত্রীসেবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধার অবস্থাকে আবারও সামনে এনেছে।

    ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই যুবক নিজের হুইলচেয়ার নিয়ে অনেক কষ্টে শাটল বাসে ওঠেন। বাস থেকে নামার সময় ছিল আরও কঠিন দৃশ্য। এক হাতে নিজের হুইলচেয়ারটি ঠেলে নিচে নামিয়ে এরপর নিজে নামার চেষ্টা করছিলেন তিনি। দীর্ঘক্ষণ এই সংগ্রাম চলার পর একপর্যায়ে একজন ব্যক্তিকে তার সহায়তায় এগিয়ে আসতে দেখা যায়।

    তবে ভোগান্তির শেষ সেখানেই ছিল না। বিমানের সিঁড়ির কাছে পৌঁছানোর পর তাকে আবারও চরম প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। শারীরিক সীমাবদ্ধতা নিয়ে সাধারণ যাত্রীদের মতো খাড়া সিঁড়ি বেয়ে ওপরে ওঠার এই দৃশ্য অনেকটা করুন এবং অসহায়তর। 

    ছবি ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।

    ছবিটির কমেন্টে একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, উন্নত বিশ্বে প্রতিবন্ধীদের জন্য বিশেষ লিফট বা অ্যারোব্রিজের সুব্যবস্থা থাকে। কিন্তু আমাদের প্রধান বিমানবন্দরে একজন মানুষকে এভাবে সিঁড়ি দিয়ে সংগ্রাম করতে হচ্ছে, যা অত্যন্ত লজ্জাজনক।

    কর্তৃপক্ষের দ্বিমুখী আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে এক নেটিজেন লিখেছেন, এখানে যদি পরীমনি, হিরো আলম বা লায়লার মতো পরিচিত কেউ থাকতেন, তবে প্রটোকল আর গাড়ির অভাব হতো না। সাধারণ মানুষের বেলায় কেন এই অবহেলা?

    সাধারণত আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, শারীরিক প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য বিমানবন্দরে হুইলচেয়ার অ্যাসিস্ট্যান্স এবং বিমানে ওঠার জন্য 'অ্যাম্বুলিফট' (Ambulift) থাকার কথা। কিন্তু ছবিতে দেখা গেছে, ওই যুবককে প্রায় একাই সব প্রতিকূলতা জয় করতে হচ্ছে। এই ঘটনায় বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিং সার্ভিসের দায়িত্বজ্ঞানহীনতাকেই দায়ী করছেন সচেতন মহল।

    বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, বিষয়টি তাদের নজরে এসেছে এবং তারা এটি গুরুত্বের সাথে দেখছেন, তিনি আরও উল্লেখ করেন যে, বিমানবন্দরে পর্যাপ্ত অ্যাম্বুলিফট (Ambulift) এবং হুইলচেয়ার সেবা রয়েছে। তবে সংশ্লিষ্ট এয়ারলাইনস বা গ্রাউন্ড হ্যান্ডেলিং এজেন্ট কেন ওই যাত্রীকে এই সুবিধা প্রদান করেনি, তা খতিয়ে দেখা হচ্ছে। 

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…