এইমাত্র
  • মাগুরায় ম্যারাথন দৌড় অনুষ্ঠিত
  • ‘তিন উপজেলার সমন্বয়ে ঈশ্বরদী জেলা গঠন করা হবে’
  • পটুয়াখালী-২ আসনে পোস্টাল ভোটার আড়াই হাজার
  • ইরানের বিক্ষোভে কানাডার নাগরিকের মৃত্যু
  • মাস্তুল ফাউন্ডেশন আয়োজিত দিনব্যাপী যাকাত কনফারেন্স শনিবার
  • দর্শকদের টিকিটের টাকা ফেরতের ঘোষণা বিসিবির
  • যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১
  • নওগাঁয় ড্রাইভিং পরীক্ষায় পাশ ও লাইসেন্স দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ
  • গজারিয়ায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা
  • শুক্রবার ফের মাঠে ফিরছে বিপিএল
  • আজ শুক্রবার, ৩ মাঘ, ১৪৩২ | ১৬ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ভাঙ্গুড়ায় নির্বাচনী আচরণবিধি অমান্য করায় জরিমানা

    সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০১:৩৭ এএম
    সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০১:৩৭ এএম

    ভাঙ্গুড়ায় নির্বাচনী আচরণবিধি অমান্য করায় জরিমানা

    সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০১:৩৭ এএম

    নির্বাচনী আচরণবিধি অমান্য করে প্রচারণা চালানোর কারণে পাবনার ভাঙ্গুড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি আল-আমিনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের সিংগাড়ী গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রয়েছে। নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ২২ তারিখ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করার নির্দেশনা রয়েছে। কিন্তু সিংগাড়ী গ্রামে আল-আমিন এই নির্দেশনা অমান্য করে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের পক্ষে লিফলেট বিতরণ করছেন। এলাকাবাসীর এমন অভিযোগে লিফলেট বিতরণ করা অবস্থায় পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আল-আমিনকে জরিমানা করা হয়।

    এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান সময়ের কণ্ঠস্বরকে বলেন, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৫-এর ১৮ ধারা লঙ্ঘনের অভিযোগে ২৭ (ক) ধারায় আল-আমিনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনো প্রার্থী বা তার সমর্থক আচরণবিধি লঙ্ঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

    উল্লেখ্য, প্রতীক বরাদ্দের আগে দেয়াল লিখন, পোস্টার টাঙানো বা বড় ধরনের শোডাউন করা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, এ ধরনের নিয়মিত অভিযানের ফলে নির্বাচনের প্রার্থীরা নির্বাচনী আইন মানতে আরোও বেশি উৎসাহিত হবেন।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…