টাঙ্গাইলের মির্জাপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ১২ জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার মধ্য রাতে পৌরসভার পোষ্টকামুরী সওদাগরপাড়া লাভলু মিয়ার বাড়ির পরিত্যক্ত জায়গায় জুয়ার আসর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পোষ্টকামুরী সওদাগরপাড়া ও পূর্বপাড়া গ্রামের মাসুদ (৪০), শফিকুল ইসলাম (১৯), মেহেদী হাসান বাবলু (৩৪), জাহিদ (৩৫), সাইদুর রহমান (৩০), শামীম (৫০), তোফাজ্জল হোসেন (৪০), জয়নাল (৩৫), শাহেদ (১৯), সজীব (৪০), বেল্লাল আহমেদ (২৪) ও জুয়েল (২৭)।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে পুলিশের একটি টিম সওদাগড়পাড়া লাভলু মিয়ার পরিত্যক্ত জায়গায় অভিযান পরিচালনা করেন। এসময় জুয়া খেলার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে নগদ ২৬১০ টাকা ও তাসসহ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।
মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারকৃতদের নামে জুয়া আইনে মামলা দায়েরের পর টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
এসআর