এইমাত্র
  • বিএনপি প্রার্থীর আবেদন নামঞ্জুর, হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা
  • ঝিনাইদহে আমির হামজাকে অবাঞ্ছিত ঘোষণা
  • প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্রকে ফেরাবই: সালাহউদ্দিন আহমেদ
  • হঠাৎ ইরানকে ‘ধন্যবাদ’ দিলেন মার্কিন প্রেসিডেন্ট
  • দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো চূড়ান্ত
  • অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: হাত মেলায়নি ভারত-বাংলাদেশ
  • কৌশলের নামে ‘গুপ্ত’ রূপ নেয়নি বিএনপির কর্মীরা: তারেক রহমান
  • বাংলাদেশ অবশ্যই ফিফা বিশ্বকাপে অংশ নিবে: ফিফা সভাপতি
  • বাংলাদেশের ভিসা পাননি আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা
  • নির্বাচনি ঐক্যের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত
  • আজ শনিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৭ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মেয়েকে নিয়ে মায়ের খালে ঝাঁপ, মেয়ের মৃত্যু

    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০২:২৭ পিএম
    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০২:২৭ পিএম

    মেয়েকে নিয়ে মায়ের খালে ঝাঁপ, মেয়ের মৃত্যু

    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০২:২৭ পিএম

    চট্টগ্রামের আনোয়ারায় আট বছর বয়সী কন্যা সন্তান রাইছাকে কোলে নিয়ে খালে ঝাঁপ দেওয়ার ঘটনায় শিশুটির মৃত্যু হয়েছে। 

    এ ঘটনায় শুক্রবার (১৬ জানুয়ারি) নিহত শিশুর দাদি নুর জাহান আকতার (৬৮) বাদী হয়ে পুত্রবধূ জান্নাতুল ফেরদৌস (৩২) এর বিরুদ্ধে মামলা করেছেন।

    পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে আনোয়ারা সদর এলাকায় খাদ্য গুদামসংলগ্ন ইছামতি খালে মেয়ে রাইছাকে নিয়ে ঝাঁপ দেন জান্নাতুল ফেরদৌস। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে দুজনকে হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তবে মা জান্নাতুল ফেরদৌস গুরুতর আহত অবস্থায় বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    নিহত শিশুর মরদেহ ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় জানাজা শেষে দাফন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

    এ ঘটনায় নিহত শিশুর দাদি নুর জাহান আকতার বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা দায়ের করেন। মামলায় জান্নাতুল ফেরদৌসকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দণ্ডবিধির ৩০৯ (আত্মহত্যার চেষ্টা) ও ৩০৪ (ক) ধারায় মামলাটি রুজু করা হয়েছে।

    তবে অভিযুক্ত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, স্বামীর পরকীয়া ও স্বামীর পরিবার বিশেষ করে শাশুড়ি ও অন্য সদস্যদের নানা ধরনের নির্যাতন ও মানসিক চাপে পড়ে তিনি এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হন।ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহল নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।

    মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোমেন কান্তি দে বলেন, ‘ঘটনার পরপরই মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে এখনো জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। তিনি সুস্থ হলে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার বিস্তারিত জানা যাবে।’

    এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী  বলেন, ‘আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। প্রাথমিকভাবে পারিবারিক কলহের তথ্য পাওয়া গেছে, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত কার্যক্রম চলছে।’

    তিনি আরও বলেন, ‘তদন্তের অগ্রগতির ওপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…