এইমাত্র
  • ভেনেজুয়েলার নোবেলজয়ী মাচাদোর পালানোর ভিডিও প্রকাশ
  • হাসনাতের আবেদনে বাতিল বিএনপি প্রার্থীর মনোনয়ন
  • ইসির আপিল শুনানি কক্ষে হট্টগোল
  • বিএনপি প্রার্থীর আবেদন নামঞ্জুর, হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা
  • ঝিনাইদহে আমির হামজাকে অবাঞ্ছিত ঘোষণা
  • প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্রকে ফেরাবই: সালাহউদ্দিন আহমেদ
  • হঠাৎ ইরানকে ‘ধন্যবাদ’ দিলেন মার্কিন প্রেসিডেন্ট
  • দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো চূড়ান্ত
  • অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: হাত মেলায়নি ভারত-বাংলাদেশ
  • কৌশলের নামে ‘গুপ্ত’ রূপ নেয়নি বিএনপির কর্মীরা: তারেক রহমান
  • আজ শনিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৭ জানুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    হঠাৎ ইরানকে ‘ধন্যবাদ’ দিলেন মার্কিন প্রেসিডেন্ট

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৩:৫৮ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৩:৫৮ পিএম

    হঠাৎ ইরানকে ‘ধন্যবাদ’ দিলেন মার্কিন প্রেসিডেন্ট

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৩:৫৮ পিএম
    ছবি: সংগৃহীত

    তুমুল উত্তেজনার পর ইরান ইস্যুতে সুর নরম করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত থেকে সরে এসেছে দাবি করে তিনি দেশটিকে ধন্যবাদ জানিয়েছেন। 

    আজ শুক্রবার (১৬ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘গতকাল যেসব ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল, ইরানের নেতৃত্ব সেগুলো বাতিল করেছে। ধন্যবাদ!’

    এদিকে ট্রাম্প যেন ইরানে হামলা না চালান, সেজন্য উপসাগরীয় চারটি দেশ তাকে অনুরোধ করেছিল বলে গুঞ্জন ছড়ায়। ফ্লোরিডায় সাপ্তাহিক ছুটি কাটাতে হোয়াইট হাউস ত্যাগ করার সময় এই খবর নাকচ করে দিয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমাকে কেউ বোঝায়নি; আমি নিজেই নিজেকে বুঝিয়েছি।’

    তিনি আরও বলেন, ‘তারা (ইরান) কাউকে ফাঁসি দেয়নি। ফাঁসির আদেশ বাতিল করেছে। এটাই (হামলা না করার ক্ষেত্রে) বড় ভূমিকা রেখেছে।’

    এর আগে গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হোয়াইট হাউস জানায়, ইরানি কর্তৃপক্ষ নির্ধারিত ৮০০টি মৃত্যুদণ্ড কার্যকর ‘স্থগিত’ করেছে। একই সঙ্গে ওয়াশিংটন পরিস্থিতি ‘নিবিড়ভাবে পর্যবেক্ষণ’ করছে বলেও জানানো হয়।

    ট্রাম্প একাধিকবার ইরানের বিক্ষোভকারীদের পাশে থাকার অঙ্গীকার করেছেন। তার দাবি, দেশটিতে কর্তৃপক্ষের দমনপীড়নের ফলে হাজারো মানুষ হতাহত হয়েছে। যদিও এখনো এই হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। যুক্তরাষ্ট্র ভিত্তিক কয়েকটি মানবাধিকার সংস্থা নিয়মিত হতাহতের সংখ্যা হালনাগাদ করলেও তাদের তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে।

    অন্যদিকে ইরানি কর্মকর্তারা শুরু থেকেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভকারীদের উসকানি ও সহায়তা দেয়ার অভিযোগ করেছেন। দেশটির প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই তো সরাসরি বিক্ষোভকারীদের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দোসর আখ্যা দেন।

    সূত্র: টিআরটি ওয়ার্ল্ড।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…