ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচনী কমিশনের (ইসি) দেয়া কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব দিয়েছেন।
আজ শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় তিনি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে নোটিশের ব্যাখ্যা প্রদান করেন।
নোটিশের জবাবে মামুনুল হক বলেন, অপসাংবাদিকতার শিকার হওয়ার বিষয়টি ইসিকে জানানো হয়েছে। আমাকে নিয়ে প্রকাশিত প্রতিবেদন সঠিক নয়। আমি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার জন্য লিফলেট দিয়েছি, কিন্তু নিজস্ব আসনের কোনও প্রচারণা চালাইনি।
এর আগে ১৪ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী তাকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেন। অভিযোগ ছিল, তিনি আগারগাঁওয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তবে মামুনুল হক বলেন, লিফলেটে গণভোট ও ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা করা হয়েছে, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন নয়।
তার আইনজীবী বলেন, শোকজের জবাব দেয়ার পর স্পষ্ট হয়েছে এতে কোনও ধরনের আচরণবিধি লঙ্ঘন হয়নি। বরং জনগণকে গণভোটের বিষয়ে উদ্বুদ্ধ করা হয়েছে। আমরা চাই সব প্রার্থীর জন্য আচরণবিধি সমানভাবে কার্যকর হোক এবং বৈষম্যমূলক আচরণ না করা হোক।
মামুনুল হক আরও অভিযোগ করেন, রিটার্নিং কর্মকর্তা তথ্য যাচাই না করেই নোটিশ দিয়েছেন। বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের মাধ্যমে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণের চেষ্টা করা হয়েছে।
নির্বাচন কমিশন জানায়, ২১ জানুয়ারির আগে কোনও প্রার্থী বা রাজনৈতিক দলকে নির্বাচনী প্রচারণা চালাতে দেয়া হবে না। সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি এবং প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে ভোটের ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত।
এইচএ