আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে আবেদন করেছিল বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। তবে শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচন কমিশন তার আবেদন নামঞ্জুর করে। এর ফলে হাসনাত নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।
গত ৯ জানুয়ারি নির্বাচন কমিশনে হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সী। এদিকে কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ঋণ খেলাপিই রয়েছেন।
এ ব্যাপারে বুধবার (১৪ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের আদালত দুটি রুল জারি করেন এবং দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টে তা নিষ্পত্তির নির্দেশ দেন। আইন অনুযায়ী, এই প্রক্রিয়া চলাকালীন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই।
তবে প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী জানান, মঞ্জুরুল আহসান মুন্সী ঋণ পুনঃতফসিল করেছেন। রুল নিষ্পত্তি হলে দ্রুতই তিনি ঋণ খেলাপি তালিকা থেকে মুক্ত হবেন।
আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। অন্যপক্ষে ছিলেন আইনজীবী সাইফুল্লাহ মামুন।
এইচএ