আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ২৫৩ আসনের জন্য প্রার্থী ঘোষণা করেছিল। তখন জোটে থাকা ইসলামী আন্দোলনের অবস্থান নিয়ে স্পষ্ট কোনো ইঙ্গিত না থাকায় বাকি ৪৭ আসন নিয়ে চলছিল নানা জল্পনা-কল্পনা।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে বিষয়টি চূড়ান্ত হয়েছে। এই জোটে ইসলামী আন্দোলন থাকছে না। এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেয়।
এদিকে প্রার্থী নিশ্চিত না করা এই ৪৭ আসনের বিষয়ে লিয়াজোঁ কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়েছে।
এহসানুল মাহবুব জোবায়ের জানান, লিয়াজোঁ কমিটি আলোচনা করে প্রস্তাব দেবেন, এরপর শীর্ষ নেতারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
এখন পর্যন্ত ১০ দলীয় জোট থেকে ১৭৯টি আসনে জামায়াত, ৩০টিতে এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, নেজামে ইসলাম পার্টি ২টি, এবি পার্টি ৩টি এবং ২টি আসনে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থিতা নিশ্চিত হয়েছে।
আরডি