এইমাত্র
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • নোয়াখালীতে সিএনজি-পিকআপ সংঘর্ষে শিশুর মৃত্যু
  • বিক্ষোভে ‘হাজারো হত্যার’ পেছনে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জড়িত: খামেনি
  • প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল
  • প্রয়োজনে বিশ্বকাপে ‘গ্রুপ’ বদলের দাবি বিসিবির!
  • ‘বাংলা চ্যানেল’ পাড়ি দিলেন ৩৫ সাঁতারু
  • পে স্কেল কার্যকর চলতি মাসেই, কার বেতন কত বাড়ছে?
  • নির্বাচনে ঋণ খেলাপিদের সুযোগ দিলে আন্দোলনের হুশিয়ারি আসিফের
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • আজ শনিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৭ জানুয়ারি, ২০২৬
    খেলা

    অবস্থানে অনড় বিসিবি, যা বলছে আইসিসি

    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৭:৫৬ পিএম
    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৭:৫৬ পিএম

    অবস্থানে অনড় বিসিবি, যা বলছে আইসিসি

    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৭:৫৬ পিএম

    টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নিয়ে বাংলাদেশের অবস্থান চূড়ান্তভাবে জানতে আজ শুক্রবার (১৭ জানুয়ারি) ঢাকায় আসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধি দল। তবে বৈঠক শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ভারতে গিয়ে ম্যাচ না খেলার সিদ্ধান্তে তারা অনড় রয়েছে।

    আইসিসির প্রতিনিধির সঙ্গে বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়ের নয় সদস্যের একটি প্রতিনিধি দলের প্রায় দেড় ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। 

    বৈঠক শেষে বিসিবি জানায়, নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। আইসিসির পক্ষ থেকে বিষয়টি দ্রুত পর্যালোচনা করে সিদ্ধান্ত জানানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

    বিশ্বকাপ খেলতে ভারতে যেতে আপত্তির কথা আগেই আইসিসিকে লিখিতভাবে জানিয়েছে বিসিবি। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বিকল্প ভেন্যুতে ম্যাচ আয়োজনের অনুরোধও করা হয়েছে। আইসিসি একাধিক দফা আলোচনার চেষ্টা করলেও বাংলাদেশের অবস্থান বদলানো যায়নি। এসব বিষয় চূড়ান্তভাবে আলোচনার লক্ষ্যেই আইসিসির প্রতিনিধি দল ঢাকায় আসে।

    এর আগে বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু জানিয়েছিলেন, বোর্ড এ বিষয়ে কোনো ছাড় দেবে না। বিপিএলের একটি ম্যাচ দেখতে এসে তিনি বলেন, বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আইসিসির আলোচনা হবে, তবে বাংলাদেশের অবস্থান স্পষ্ট। তার ভাষ্য অনুযায়ী, খেলোয়াড়, সমর্থক ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিয়েই মূল উদ্বেগ।

    শুক্রবারের বৈঠকেও বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধিরা একই অবস্থান তুলে ধরেছেন। ফলে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এখন আইসিসির সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।

    তবে বিসিবির প্রত্যাশা, আলোচনার ফল ইতিবাচক হবে। আইসিসির প্রতিনিধিরা দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বলে বৈঠকে আশ্বাস দিয়েছেন।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…