নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পিঠা উৎসব সম্পন্ন হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সোনারগাঁ এস আর স্কুল অ্যান্ড কলেজের মাঠে দিনব্যাপী এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক শাহ আলী ও প্রভাষক মো. রফিকুল ইসলাম।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. জহিরুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডীন মো. আলী হাসান, পরীক্ষা নিয়ন্ত্রক আল আমিন দীপু, সিনিয়র শিক্ষক রাবেয়া ফেরদৌসী, নূরজাহান চৈতীসহ প্রতিষ্ঠানের অন্য শিক্ষকবৃন্দ।
উৎসবে শিক্ষার্থীরা দেশীয় নানা ধরনের বাহারি পিঠা নিয়ে প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। প্রদর্শিত পিঠার মধ্যে উল্লেখযোগ্য ছিল- ভাপা পিঠা, চিতই পিঠা, ঝাল পিঠা, কলা পিঠা, খেজুরের রসের পিঠা, ক্ষীর কুলি, গোলাপ ফুল পিঠা, রস পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা, পাকান পিঠা, নারকেলের সেদ্ধ পুলি, তেজপাতা পিঠা, তেলের পিঠা, তেলপোয়া পিঠা, চাঁদ পাকান পিঠা, ছিট পিঠা, দুধ চিতই, ফুল পিঠা, সেমাই পিঠা, নকশি পিঠা, নারকেল পিঠা, নারকেলের ভাজা পুলি, দুধরাজ, ফুলঝুরি পিঠাসহ আরও নানা রকম ঐতিহ্যবাহী পিঠা।
উৎসবকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকদের আশা, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মাঝে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইখা